সূর্যের দেশে পাড়ি নারী শক্তির হাত ধরেই! আদিত্য-এল১ এর নেতৃত্বে থাকা এই মহিলা বিজ্ঞানীকে চেনেন?

আরও সাফল্য ভারতের ঝুলিতে। সূর্যের যাবতীয় তথ্য জানতে সেখানে মহাকাশযান আদিত্য এল -১ পাঠানো হয়েছে। সেখান থেকেই খুঁটিনাটি বিষয় জানাবে সে। তবে এই গোটা মিশনটির পেছনে রয়েছেন যিনি তিনি প্রয়াগরাজ্যের সঙ্গম শহরের কন্যা গায়ত্রী মালহোত্রা। অর্থাৎ আবারও নারী শক্তির জয়।
জানা গিয়েছে,বাধাহীন, নিরবচ্ছিন্ন ভাবে সূর্যকে দেখতে পাবে আদিত্য-এল১। হ্যালো কক্ষপথে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর পর গ্রহণ বিহীন ভাবে সূর্যের উপর টানা নজরদারি চালাতে পারবে আদিত্য-এল১। এছাড়াও, সূর্যের যে অংশটি করোনা নামে পরিচিত সেখানের বায়ুমণ্ডলের সবচেয়ে অভ্যন্তরীণ অংশটি নিয়ে বিস্তারিত ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।
প্রয়াগরাজের বলরামপুর হাউস এলাকার বাসিন্দা গায়ত্রী মালহোত্রা । এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন তিনি। ১৯৯৬ সালে এলাহাবাদ বিশ্ববিদ্য়ালয়ে সমাবর্তন অনুষ্ঠানে ছয়টি স্বর্ণপদক পান তিনি। স্নাতকের পর ১৯৯৯ সালে এলাহাবাদ বিশ্ববিদ্য়ালয় থেকে অর্জন করেন বিটেক ডিগ্রি। ২০০২ সালে একই বিশ্ববিদ্য়ালয় থেকে অর্জন করেন এমটেক ডিগ্রি।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে উৎক্ষেপণ করা হয় আদিত্য এল-১। সূর্য অধ্যয়নে এটিই ভারতের প্রথম মিশন। ১২৫ দিনের মাথায় মহাকাশযানটি পৃথিবী থেকে ১.৫ কিলোমিটার দূরে ল্যাগরেঞ্জ পয়েন্ট তথা L1-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে অবস্থান করবে।