ফের হতাশার খবর! অস্কারের প্রতিযোগিতায় টিকে থাকতে পারল না ইমনের ‘ ইতি মা’

Published on:

প্রতিদিনই লিখতেন সুইসাইড নোট! কঠিন সময় পার করে কীভাবে ঘুরে দাঁড়ালেন ইমন চক্রবর্তী?

আরও এক মন খারাপের খবর বাঙালিদের জন্য। অস্কারের দৌড় থেকে ছিটকে গেল জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর গান। তাঁর সৌজন্যেই এই পর্যায় সম্মান অর্জন করার লক্ষ্যে প্রথম নাম লিখিয়েছিল বাংলা গান। তাঁর হাত ধরে অস্কার মঞ্চে জায়গা করতে বাংলা গান। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না।

ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারল না সেরা ১৫’র তালিকায়। অস্কারের সেরা ৮৯ টি গানের তালিকায় নিজের জায়গা করতে পারলেও অস্কারের চূড়ান্ত দৌড়ে টিকে থাকতে পারল না ইমনের গান। গায়িকা নিয়েই এই কথা জানিয়েছেন।

   
 ⁠

সোশ্যাল মিডিয়ায় মন খারাপের খবর দিয়ে ইমন লেখেন, “অস্কারে সেরা ১৫ গানের মধ্যে নিজের জায়গা করে নিতে পারেনি ইতি মা”। এই খবরে স্বাভাবিক ভাবেই মন খারাপ তাঁর অনুরাগী সহ অনেকের। যখন মনোনীত হওয়ার খবর জানিয়েছিলেন গায়িকা তখন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন সকলে।

  
 ⁠

ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালিত পুতুল ছবির গান ইতি মা। ছবিটি যেমন কান ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। তবে অস্কারের দৌঁড়ে শেষ অবধি টিকতে না পারলেও মনোনীত হওয়া পর্যন্তই খুশি গায়িকা সহ ছবির পরিচালক।