শুভশ্রীকে ইয়ালিনির মা হিসেবে মানেনা ইউভান! বোনকে নিয়ে এক অদ্ভুত ভাবনা রাজপুত্রের

Published on:

শুভশ্রীকে ইয়ালিনির মা হিসেবে মানেনা ইউভান! বোনকে নিয়ে এক অদ্ভুত ভাবনা রাজপুত্রের

দেখতে দেখতে চার বছর পার করে ফেলেছে রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। এখন বড় দাদা হয়েছে সে। বোনের সঙ্গে প্রায়ই নানান ধরনের ভিডিও ভাইরাল হয় তাঁর। এবার শুভশ্রী জানালেন ইয়ালিনির জন্মের পরেই কী বলেছিল ইউভান।

এতদিন কবে ইয়ালিনিকে সামনে আনবে এই তারকা দম্পতি সেই নিয়ে কৌতূহলের অন্ত ছিল না অনুরাগীদের মনে। ছেলের জন্মদিনেই ভক্তদের সেই আশা পূর্ণ করেছিলেন অভিনেত্রী। দুই ভাই বোনের মিষ্টি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

   
 ⁠

শুভশ্রী জানান, ইয়ালিনির জন্মের পরেই ইউভান বলে, “ইউভান আমাকে বলেছে মা, তুমি ইয়ালিনির মা নও, আমি ওর মা৷ আমি ওকে সব করাব৷ ওর ন্যাপি চেঞ্জ করব, খাওয়াব, ওকে নিয়ে ঘুরতে যাব৷ ওকে টেক কেয়ার করব৷ ও তো আমার জান”।

  
 ⁠

ইয়ালিনির দেখতে ইউভানের মতই। ছোটবেলায় ঠিক যেমনটা দেখতে ছিল তাকে। ঠিক তেমনই দেখতে। কোঁকড়ানো চুল। এতদিন মেয়েকে প্রকাশ্যে না আনার বিশেষ কারণ জানিয়েছিলেন শুভশ্রী। বলেছিলেন, “ইয়ালিনিকে একদম ইউভানের মতো দেখতে। ওকে এখন কেউ দেখে বুঝতে পারবেন না ইয়ালিনি না ইউভান। দুই ভাই বোনকে একেবারে এক রকম দেখতে। তাই এখনই ওকে প্রকাশ্যে আনতে চাইছি না। একটু চুলটা বড় হোক। একটু মেয়েদের মতো দেখতে হোক তার পর সবার সামনে ওকে নিয়ে আসব। ওর চুলগুলোও একেবারে কোঁকড়ানো”।