এই বিশেষ কারণেই এখনও আড়ালে ইয়ালিনি! মেয়েকে প্রকাশ্যে না আনা নিয়ে বিশেষ কারণ জানালেন শুভশ্রী

Avatar

Published on:

দাদার জন্মদিনে প্রকাশ্যে এল বোন! মেয়ের ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন শুভশ্রী

জন্মের পর থেকেই কন্যা ইয়ালিনিকে অন্তরালে রেখেছিলেন রাজ-শুভশ্রী। ছেলে ইউভানকে অল্প দিনের মধ্যে প্রকাশ্যে আনলেও মেয়ের ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি এই দম্পতি। এদিকে অনুরাগীরাও মুখিয়ে আছে কবে এই একরত্তিকে দেখবে সেই ভেবে। তবে এবার মেয়েকে প্রকাশ্যে না আনার বিশেষ কারণ জানালেন শুভশ্রী।

বলিউডে রণবীর-আলিয়া থেকে বিরাট-অনুষ্কারা কেউই সেভাবে প্রকাশ্যে আনেননি নিজেদের সন্তানের ছবি। প্রথম দিকে গৌরব- ঋদ্ধিমা, জিৎ, অনীক কেউই নিজেদের সদ্যজাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করলেও পরে ছবি দিয়েছেন তাঁরা। কিন্তু রাজ-শুভশ্রী মেয়ে ইলিয়ানির ক্ষেত্রেও সে পথে এখনও হাঁটলেন না।

   
 ⁠

কারণ হিসেবে শুভশ্রী জানান, ” ইয়ালিনিকে একদম ইউভানের মতো দেখতে। ওকে এখন কেউ দেখে বুঝতে পারবেন না ইয়ালিনি না ইউভান। দুই ভাই বোনকে একেবারে এক রকম দেখতে। তাই এখনই ওকে প্রকাশ্যে আনতে চাইছি না। একটু চুলটা বড় হোক। একটু মেয়েদের মতো দেখতে হোক তার পর সবার সামনে ওকে নিয়ে আসব। ওর চুলগুলোও একেবারে কোঁকড়ানো। যেমনটা ইউভানের ছোটবেলায় ছিল। তাই অপেক্ষা করছি। এখন একটু ছেলেদের মতো দেখতে লাগে। আর একটু বড় হয়ে যাক। সবাই ওকে দেখতে পাবে”।

  
 ⁠

সোশ্যাল মিডিয়ায় যে ছবি শুভশ্রী ইতিমধ্যে দিয়েছেন তাতে কোথাও ইয়ালিনির পা, কোথাও মাথায় চুল আবার কোথাও পেছন ফিরে বসে থাকতে দেখা যাচ্ছে। একটা ছবিতে আবার দেখা গিয়েছিল, গল্পে মজেছে দুই ভাইবোন। খাটে উপুড় হয়ে শুয়ে দাদার দিকে তাকিয়ে রয়েছে ইয়ালিনি। আর বোনকে গল্প শোনাচ্ছে ইউভান। ছেলে-মেয়ের এই মিষ্টি মুহূর্তের ঝলক ফের একবার ইনস্টা স্টোরিতে ভাগ করে নিলেও তার মুখ প্রকাশ্যে আনেননি শুভশ্রী।