ইচ্ছে ছিল বড় হয়ে হবেন আইএএস। কিন্তু সেই ইচ্ছে অধরা থেকে গিয়ে হয়ে গেলেন বলিউড অভিনেত্রী। আর তাতেও নিজের পরিচয় দারুন ভাবে তৈরি করে নিয়েছেন ইয়ামি গৌতম। প্রসঙ্গত তার বাবাও পাঞ্জাবী চলচ্চিত্রের পরিচালক।
বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম ইয়ামি গৌতমের। তার অভিনয়ের অতি সূক্ষ্ম দিকগুলো নজর কাড়ে দর্শকদের। নিজের অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে মন জয় করেছেন বহু অনুগামীদের। কিন্তু মোটেই লাইট ক্যামেরা একশন এর দুনিয়ায় পা রাখার ইচ্ছে ছিল না এই অভিনেত্রীর। ইচ্ছে ছিল বড় হয়ে আইএএস হবেন তিনি। স্কুলের পড়াশোনা শেষ করেই তাই স্নাতক স্তরে আইন নিয়ে ভর্তি হন।
কলেজে আইন নিয়ে ভর্তি হলেও কুড়ি বছর বয়সেই সিদ্ধান্ত বদল করেন তিনি। ঠিক করেন বাবাকেই অনুসরণ করবেন। অভিনয়কেই বেছে নেবেন পেশা হিসেবে। তাই যেমন ভাবা তেমন কাজ। পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচালক বাবাকে অনুসরণ করেই অভিনয় জগতে পা রাখেন তিনি।
প্রথম বছরের ছেড়ে দেন কলেজ। অভিনয়ের দুনিয়ায় পা রাখেন ইয়ামি গৌতম। এরপর চলচ্চিত্র জগতে খানিকটা ধাতস্থ হয়ে নিয়ে ডিসটেন্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। ‘চাঁদ কে পার চলো সে’ নামক এক টিভি সিরিয়াল দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। এরপর একের পর এক ভিকি ডোনার, কাবিল, অ্যাকশন জ্যাকশন, সানাম রে, বালা, দশমী, উড়ি-সার্জিক্যাল স্ট্রাইক এর মতো একাধিক সিনেমা করেন এই অভিনেত্রী।
২০১২ সালে ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ইয়ামি গৌতম। বক্স অফিস হিট করা এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আয়ুষ্মান খুরানা। ২০২১ সালে, করোনা আবহেই শুধুমাত্র ঘনিষ্ঠদের নিয়ে গাঁটছড়া বাঁধেন ইয়ামি গৌতম ও আদিত্য ধর। ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা।