রিলের মত রিয়েলেও প্রেম করছেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভু? অবশেষে মুখ খুললেন অভিনেতা

টেলি জগতের নায়ক-নায়িকারা বাস্তবে প্রেম করছেন কিনা তা নিয়ে কৌতূহলের অন্ত নেই দর্শকদের। তাদের জীবন সম্পর্কে বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে বরাবর কৌতুহলী তারা। আর তাই নিয়ে বিভিন্ন গুঞ্জনও রটে বেড়ায় সব সময়। এবার তেমনই এক গুঞ্জন ঘটলো জগদ্ধাত্রী ধারাবাহিকের মুখ্য চরিত্র জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু কে নিয়ে।
ইন্ডাস্ট্রির অন্দরে নতুন গুঞ্জন। এ বার নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে তাঁদের পরিচয় ‘জগদ্ধাত্রী’ এবং ‘স্বয়ম্ভু’ নামে। তবে সত্যিই কি প্রেম করছেন তারা? এ নিয়ে অবশ্য মুখ খুলেছেন অভিনেতা।
এ প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, এই বিষয়ে কেন গুঞ্জন রটানো হচ্ছে তিনি তা জানেন না। অঙ্কিতা এবং তিনি খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করতে করতে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তবে সেটা কখনোই প্রেমের সম্পর্ক নয়। এমনকি যে গুঞ্জন ছড়ানো হয়েছে তা সম্পূর্ন মিথ্যে বলেও দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, হাওড়াতেই বেড়ে উঠেছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। মডেলিং এর মাধ্যমে টেলি জগতে তার হাতে খড়ি। উচ্চ মাধ্যমিক পাস করার পর থেকেই মডেলিং শুরু করেছেন তিনি। এরপর পড়াশোনার পাশাপাশি মডেলিং চালিয়ে গেছেন। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন অভিনেতা। এরপরেই ত্রিশূল সিরিয়ালে অভিনয়ের সুযোগ আসে এবং সেখান থেকেই শুরু হয় যাত্রা।