সিরিয়াল

হঠাৎই পতন টিআরপি গ্রাফে! প্রত্যাশিত জায়গা খুইয়ে কী বললেন ‘জগদ্ধাত্রী’র অঙ্কিতা?

দিনে দিনে দারুন জনপ্রিয় হয়ে উঠছে জগদ্ধাত্রী ধারাবাহিক। লাগাতার টিআরপি তালিকার শীর্ষে নিজেদের জায়গা ধরে রেখেছিল তাঁরা। কিন্তু এই সপ্তাহে ছন্দপতন হল। হঠাৎ টিআরপি তালিকা থেকে অনেখানি নীচে নেমে গেল এই ধারাবাহিক। প্রথম কয়েক সপ্তাহে প্রথমে থাকলেও এই সপ্তাহে চতুর্থ স্থানে নেমে এসেছে জগদ্ধাত্রী। এবার এই নিয়েই মুখ খুললেন সিরিয়ালের নায়িকা অঙ্কিতা।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “যখন আমরা এক নম্বরে ছিলাম তখনও যে খুব উৎফুল্ল হয়েছিলাম তেমনটা নয়। আর যদি ভাল করে নম্বরগুলি লক্ষ করেন তা হলে দেখবেন যে সিরিয়াল প্রথমে আছে, আর যে দ্বিতীয়তে আছে তাদের মধ্যে নম্বরের ফারাক খুব একটা নয়। এত কম পার্থক্য যা আলোচনা করার মতো নয়। এ ছাড়া মানুষের ভালবাসা পাচ্ছি এটাই বড় ব্যাপার। কত নম্বরে আছি সেটা আমায় একদমই ভাবায় না”।

প্রসঙ্গত, টিআরপির খাতিরে এই সপ্তাহে আবারও বদলে গেল হিসেব। ফের এই সপ্তাহে প্রথম স্থানে উঠে এল অনুরাগের ছোঁয়া।এই সপ্তাহে দেখা গেল দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ‘ফুলকি’। তারা পেয়েছে ৮.৩ । তৃতীয় স্থানে রয়েছে, নিম ফুলের মধু। তাঁরা এই সপ্তাহে পেল ৮.২। এদিকে চতুর্থ স্থানে নেমে এসেছে জগদ্ধাত্রী। ওই ধারাবাহিক পেয়েছে ৮.০।

জগদ্ধাত্রীর এতগুলো রূপ প্রকাশ্যে আসার পর দর্শকের আগ্রহ বেড়েছে অনেকটাই। ক্রমেই দর্শকদের মনের কাছাকাছি হয়ে উঠছে এই ধারাবাহিক। কিন্তু হঠাৎ কেন আবার নিচের দিকে নেমে গেল এই ধারাবাহিক তাই ভাবাচ্ছে এখন। তবে এখন দেখার এই ধারাবাহিক পরের সপ্তাহে আবার নিজেদের হারিয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধার করতে পারে কিনা।

Back to top button