শ্রীদেবীর গয়না বেচতে চেয়েছিলেন বনি কাপুর, চলত তুমুল বচসা? বাবা-মায়ের সম্পর্ক নিয়ে জবাব দিলেন জাহ্নবী

Updated on:

মায়ের থেকে দূরে সরে থাকতেন জাহ্নবী, এখন আক্ষেপ হয়! শ্রীদেবীর থেকে কেন পালিয়ে বেড়াতেন তিনি?

তাঁর স্ত্রীর মৃত্যু স্বাভাবিক নয়। এমনটাই মন্তব্য বনি কাপুরের। শ্রীদেবীর মৃত্যু আজও রহস্য। দুর্ঘটনা থেকেই তার মৃত্যু হয়েছে নাকি তাকে খুন করা হয়েছে সেই নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে আজও। এদিকে বি টাউনে কান পাতলেই শোনা যায় বিবাহিত জীবনে মোটেই সুখী ছিলেন না শ্রীদেবী।

বনি কাপুর শ্রীদেবীর গহনাও চেয়েছিলেন একবার বিক্রি করার জন্য। তাঁদের মধ্যে নাকি প্রায়ই বচসা চলত। কিন্তু আদতে তাঁদের কেমন সম্পর্ক ছিল? এবার এই নিয়ে মুখ খুললেন তাঁদের কন্যা জাহ্নবী কাপুর।

   
 ⁠

জাহ্নবী বলেন, বি টাউনে তাঁর বাবা মায়ের সম্পর্ক নিয়ে যে গুজব রয়েছে তা মোটেও সত্যি নয়। বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল তাঁদের মধ্যে। এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত তা বজায় ছিল। তাঁর পরিবার প্রকৃত পক্ষে সুখী পরিবার ছিল। তবে কটাক্ষ সেকালেও কম ছিল না, বর্তমানেও কম নেই। এসব বিষয় কান দেন না।

  
 ⁠

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটবে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রীকে৷ মাত্র ৫৪ বছর বয়সেই বাস্তবে এভাবে তার আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেনি অনুরাগী থেকে কোন মহলই। খুব স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুল উঠেছিল তার স্বামীর দিকে।

দুবাই পুলিশের একটানা জেরার মুখে পড়তে হয়েছিল৷ তারপর ক্লিনচিট পেয়েছিলেন বনি কাপুর৷ একাধিকবার ম্যারাথন জেলার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে এই নিয়ে এত বছর একবারের জন্যেও কোনরকম বাক্য ব্যয় করতে শোনা যায়নি বনি কাপুরকে।