চেন্নাইয়ে মেয়েকে একটি বাড়ি উপহার দিয়েছিলেন শ্রীদেবী। মায়ের স্মৃতি এই বাড়িতেই এবার গেস্ট হাউস বানালো শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। সারা বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শ্রীদেবীর স্মৃতি। যে কোন পর্যটকই সেখানে গেলে থাকতে পারবেন।
সূত্রের খবর, এই বাড়ির ভাড়া ২৫ হাজার টাকা। বাড়ির আনাচে কানাচে দেয়াল জুড়ে রয়েছে শুধুই শ্রীদেবীর স্মৃতি। এছাড়াও খাবারের মেনু তো থাকবে শ্রীদেবীর পছন্দের দক্ষিণ ভারতীয় একাধিক পদ। অতিথিদের আপ্যায়ন করবেন খোদ জাহ্নবী। এমনকি তাদের সঙ্গে গল্পও করবেন শ্রীদেবী কন্যা।
এখন বনি কাপুর দুই মেয়েকে নিয়ে যে বাড়িতে থাকেন সেখানে থাকা হয়নি শ্রীদেবীর। আসলে অভিনেত্রীর মৃত্যুর পরেই তাঁরা এই নতুন বাড়িতে চলে আসেন। কিন্তু এখানে এসেও শ্রীদেবীর গন্ধ পান তাঁর পরিবার। প্রতি মুহূর্তে অনুভব করেন তাঁর উপস্থিতি।
জাহ্নবী কাপুর বলেন, “এই বাড়িটা আমাদের নতুন ভাবে সব কিছু শুরু করতে সাহায্য করেছে। মা কখনও এই বাড়িতে আসেনি। তবে আমার মনে হয় তাঁর এনার্জি এই বাড়ির প্রত্যেকটা কোণায় রয়েছে”। বনি কাপুরও একই সুরে বলেন, “আমারও মনে হয় এই বাড়ির আশেপাশেই শ্রী রয়েছে”।