রাধার সাজে জ্যাস স্যান্যাল, বন্দুক ছেড়ে বাঁশি ধরল স্বয়ংভু! ফাঁস জন্মাষ্টমীর জমজমাট ‘জগদ্ধাত্রী’র এপিসোড

দিনে দিনে দারুন জনপ্রিয় হয়ে উঠছে জগদ্ধাত্রী ধারাবাহিক। লাগাতার টিআরপি তালিকার শীর্ষে নিজেদের জায়গা ধরে রাখছে তাঁরা। জ্যাস-স্বয়ংভুর জুটিকে দারুন মনে ধরেছে দর্শকদের। এর মধ্যেই আসছে জন্মাষ্টমী। তাতেই আরও মাখোমাখো হল তাদের প্রেমলীলা।
৭ ও ৮ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষ্যে জগদ্ধাত্রীতে থাকছে বিশেষ চমক। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে প্রোমো। নজর কেড়েছে জ্যাস ও স্বয়ংভুর নতুন লুক। রাধা-কৃষ্ণের লীলায় জমবে জগদ্ধাত্রীর জন্মাষ্টমী স্পেশ্যাল এপিসোড।
প্রোমোতে দেখা যাচ্ছে, রাধার মত সেজেছেন জ্যাস। অপরদিকে বন্দুক ছেড়ে বাঁশিতে মজেছে স্বয়ংভু ওরফে সৌম্যদীপ। পুলিশের উর্দি ছেড়ে রাধা-কৃষ্ণের সাজে জ্যাস-স্বয়ংভু সকলকে একেবারে তাক লাগিয়ে লাগিয়ে দিয়েছেন।
জন্মাষ্টমীর দিন ভুল বোঝাবুঝি কাটিয়ে স্বয়ংভুর কাছাকাছি আসবেন জ্যাস সান্যাল।এইদিন একান্তে সময় কাটাবেন ইনটিলিজেন্স অফিসার জগদ্ধাত্রী আর স্বয়ংভু। প্রোমোতে আবার দেখা যাচ্ছে, রাধা ক্যায়সে না জ্বলে গানের তালে নাচের একটা ছোট্ট ক্লিপিং। সব মিলিয়ে জন্মাষ্টমীর এপিসোড হতে চলেছে একেবারে অন্যরকম।