জওয়ান ফিভার টলিপাড়াতেও! ছলেয়া গানে দারুন নাচ ‘ফুলকি’র রোহিতের, হলের বাইরে ভিডিওতে মত্ত রাঙা বউও

পাঠানের পর ফের একবার বিগ বাজেটের ছবি নিয়ে এলেন বলিউড বাদশা শাহরুখ খান। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে জওয়ান। বাদশার এই ছবিতে ইতিমধ্যেই ঝড় উঠেছে বক্স অফিসে। আনন্দে আত্মহারা ফ্যানরাও। আর এবার জওয়ান ফিভার টেলি পাড়াতেও।
এদিন নবীনা সিনেমা হলের সামনে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন কিং খানের ভক্তরা। আর পাশেই ভারত লক্ষ্মী স্টুডিও। সেখানে শুটিং হয় রাঙ্গা বউয়ের। এদিন ভক্তদের হই হট্টগোলের আওয়াজ শুনে বেরিয়ে আসেন রাঙাবউ ওরফে শ্রুতি। বেরিয়ে এসেই ভক্তদের উন্মাদনার সেই মুহূর্ত ভিডিও করেন তিনি। পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
অপরদিকে জওয়ান ঝরে কাবু ফুলকির সেটও।শুটিংয়ের ফাঁকেই ছাদে চলে যায় রোহিত অর্থাৎ অভিষেক। সেখানেই চোখে রোদচশমা পরে ‘ছলেয়া’ গানে নাচতে শুরু করেন। আবার এদিন ভোর পাঁচটাতেই শাহরুখের সিনেমা দেখে ফেলেছেন নীল-তৃণা। সব মিলিয়ে জওয়ান জ্বরে কাবু টলিজগতও।
দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। অন্যদিকে মুখ্য চরিত্রে রয়েছে। দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও।এছাড়াও বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকাদের দেখা মিলবে।
তবে প্রথম থেকেই মসৃণ ছিল না জওয়ানের পথ। সাত বার বাধা পেয়েছে এই ছবি সেন্সর বোর্ডের কাছে। বদল করতে হয়েছে বহু দৃশ্য। জানা যায়, ছবিতে একটি আত্মহত্যার দৃশ্য রয়েছে। তার সময় কমানো হয়েছে। মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। বেশ কিছু সংলাপেও বদল আনা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও শাহরুখের জওয়ান যে জয়ী হবেই তা আর বলার অপেক্ষা রাখে না।