সবটা নিজের হাতে সামলায়! হঠাৎ কেন পুত্রবধূর প্রশংসায় পঞ্চমুখ জয়া বচ্চন

Published on:

সবটা নিজের হাতে সামলায়! হঠাৎ কেন পুত্রবধূর প্রশংসায় পঞ্চমুখ জয়া বচ্চন

বর্তমানে ঐশ্বর্যর সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক ভালো যাচ্ছে না। কিন্তু এক সময়ে ছেলের বউয়ের ভুয়সী প্রশংসা শোনা গিয়েছিল জয়ার গলায়। তবে এক সময়ে নয় বহুক্ষেত্রে বহুবার দেখা গিয়েছে পুত্রবধূকে সমর্থন করতে।

জয়া বচ্চন বলেন, “ঐশ্বর্য কখনই তাঁর সন্তানের জন্যে কারও ওপর নির্ভর করেন না। সবটা নিজে হাতে সামলে থাকেন”। সন্তান প্রসবের পর বেশ কিছুটা মেদ জমিয়ে ফেলেছিলেন ঐশ্বর্য। যা নিয়ে তাঁকে নিত্য কটাক্ষের শিকারও হতে হয়।সেই সময়ও পুত্রবধূর পাশে ছিলেন তিনি।

   
 ⁠

কিছুদিন আগে এক পুরোনো ভিডিওতে দেখা যাচ্ছে, সুভাষ ঘাইয়ের এক পার্টিতে আমন্ত্রিত ছিলেন জয়া, ঐশ্বর্য। সেখানে আচমকা এক ব্যক্তি ঐশ্বর্যর নাম ধরে ডেকে দেন। আর তাতেই মারাত্মক চটে যান জয়া। বাড়ির বউয়ের নাম ধরে ডাকা? যুদ্ধে নামতে দেখা যায় তাঁকে। চিৎকার করে সেই ব্যক্তির উদ্দেশে জয়াকে বলতে শোনা যায়, “ঐশ্বর্য ঐশ্বর্য কী আবার? এক স্কুলে পড়ত নাকি তোমার”?

  
 ⁠

শোনা যাচ্ছে, ঐশ্বর্য নাকি সমস্যা মেটাতে চাইছেন। এই বিষয়ে উদ্যোগীও হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে আলাদাভাবেও নাকি কথা বলছেন অভিষেক ঘরনি। তবে জয়াই নাকি তিক্ততা মেটাতে আগ্রহ প্রকাশ করছেন না।

বরাবরই ভীষণ মুডি জয়া বচ্চন। বাড়িতে তিনি যা বলবেন সেটাই শেষ কথা। সকলে সেই কথা মেনে চলতে বাধ্য। এমনকি খোদ বিগ বিও সমঝে চলেন তাকে। বাইরে খুব একটা হাসতে দেখা যায় না জয়া বচ্চনকে। সাংবাদিক থেকে শুরু করে পরিচালকরাও পর্যন্ত তার মুড বুঝে চলার চেষ্টা করেন।