অমিতাভ বচ্চনের নাতনির শো ‘হোয়াট দ্য হেল নব্যা’। সেখানেই এসেছিলেন তাঁর দিদা জয়া বচ্চন ও মা শ্বেতা নন্দা। এই শো তে এসেই এবার অন্দরের কথা প্রকাশ করলেন জয়া। ছেলে না মেয়ে কে বেশি প্রিয় বেরিয়ে এল সেই রহস্য।
নতুন সিজনে মা ও দিদিমার সাক্ষাৎকার নিচ্ছিলেন নব্যা। বেশির ভাগটাই চুপ করেই কাটান শ্বেতা। বেশির ভাগ কথাই বলেছেন জয়া। এদিনের এপিসোডে পারিবারিক বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি কেউ-ই। কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারলেন না জয়া বচ্চন।
তিনি বলেন, “শ্বেতা খুবই বুদ্ধিমতী, ওঁর মতামতের গুরুত্ব রয়েছে। আমি শ্বেতার থেকে যতটা শক্তি পাই, ততটা অভিষেকের থেকে পাই না। শ্বেতাই আমার শক্তি”।
এদিকে সূত্রের খবর,বচ্চন পরিবারে সদস্যদের নাকি একে অপরের সঙ্গে বনিবনা হচ্ছে না একেবারেই। ঐশ্বর্যর সঙ্গে যে তাঁর শ্বশুর বাড়ির সম্পর্ক ভালো নয় সেই বিষয়টিও বারবার সামনে এসেছে। মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই রয়েছেন অভিষেক পত্নী।