শুটিং সেটে একান্তে রেখা-অমিতাভ! জয়া আসতেই……

Published on:

আবার কি একই ফ্রেমে রেখা-অমিতাভ? কী বলছেন জয়া ভাদুড়ী?

জয়া-অমিতাভ-রেখা এই ত্রিকোণ প্রেম কাহিনী আজও বলিউডের চর্চার অন্যতম জনপ্রিয় টপিক। এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক সব সময়ই শিরোনামে। জানা যায় জয়া ভাদুড়ির সঙ্গে বিয়ের পরেও রেখার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন অমিতাভ বচ্চন। আর এই নিয়ে তাদের সংসারে অশান্তিও হয়েছিল। এমনকি জয়া বচ্চন নাকি চড়ও মেরেছিলেন রেখাকে।

শোনা যায়, রাম বলরাম ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, জিনাত আমন ও রেখা। এই ছবির কাজ থেকে যাতে কেউ বের করে দিতে না পারে সেই কারণে বিনা পারিশ্রমিকেই নাকি রেখা এই কাজ করবেন বলে মনস্থির করেন। এদিকে রেখা যে এই ছবিতে কাজ করছেন তা জানতেন না জয়া।

   
 ⁠

জয়া বচ্চন হঠাৎ একদিন স্থির করেন, ছবির সেটে এসে অমিতাভের সঙ্গে দেখা করবেন। সেটাই করতে এসেছিলেন। তখনই ঘটে যত বিপত্তি। জয়া এসে দেখেন রেখার সঙ্গে একান্তে কথা বলতে ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চন। দেখে সহ্য করতে পারেননি জয়া। সকলের সামনে রেখার গালে একটা চড় মারেন তিনি।

  
 ⁠

এদিকে, পরিস্থিতি বুঝে সকলেই থমথমে হয়ে যান তখন। গোটা বিষয়ে হতচকিত হয়ে যান অমিতাভও। ওই পরিস্থিতিতে কী করা উচিত বুঝতে না পেরে ওই জায়গা থেকে প্রস্থান করেন বিগ বি।