যেতে হলে বিয়ে করতে হবে! বাবার এই বিশেষ শর্তেই বাধ্য হয়ে বিয়ে করেন অমিতাভ

Avatar

Published on:

যেতে হলে বিয়ে করতে হবে! বাবার এই বিশেষ শর্তেই বাধ্য হয়ে বিয়ে করেন অমিতাভ

১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেন তাঁরা। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের ৪০ বছরের বিবাহিত জীবন। যে বিয়েতে খুব কম অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় বাবা হরিবংশ রাই বচ্চনের এক বিশেষ শর্তেই তড়িঘড়ি বিয়ে করেন বিগ বি ও জয়া ভাদুড়ি।

সম্প্রতি কেবিসি ১৬-এ এসেছিলেন এক প্রতিযোগী কাজল বেদ। তিনি অমিতাভকে বেশ কিছু প্রশ্ন করেন। তারই উত্তর দিতে গিয়ে অমিতাভ জানান, ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত জঞ্জির ছবিতে তিনি এবং জয়া বচ্চন একসঙ্গে অভিনয় করেছেন। তখন ঠিক হয়েছিল যদি ছবি হিট করে তাহলে পুরো টিম একসঙ্গে লন্ডনে যাবে ঘুরতে। এর মধ্যে জয়া বচ্চনও ছিলেন। তখন অবশ্য তাঁদের বিয়ে হয়নি।

   
 ⁠

এরপর যথারীতি ছবি সুপার ডুপার হিট হয়। যেমন কথা তেমন কাজ। ঘুরতে যাওয়ার বিষয়টি ঠিক হল। এই ঘুরতে যাওয়ার কথা অমিতাভ বচ্চন তাঁর বাবাকে বলতেই তিনি সাফ জানিয়ে দেন, জয়া বচ্চনের সঙ্গে যেতে হলে আগে বিয়ে করতে হবে। এরপর বাবার শর্ত শিরোধার্য করে বিয়ে সেরে ফেলেন দুজনে।

  
 ⁠

এদিকে বিগ বিকে নিয়ে জয়া বচ্চন একবার জানিয়েছিলেন, “সম্পর্কের এই জায়গায় একটু যত্নশীল হতে হয়। যেটা এই প্রজন্ম করে না। যতক্ষণ না তুমি একজনকে সম্মান করছো, ততক্ষণ পর্যন্ত সেখানে কোনও প্রেম থাকে না। সীমারেখা ভীষণ জরুরি। তোমাদের প্রজন্মে সম্পর্ক আছে, প্রেম নেই”।