বর্তমানে ঐশ্বর্যর সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক ভালো যাচ্ছে না। কিন্তু এক সময়ে ছেলের বউয়ের ভুয়সী প্রশংসা শোনা গিয়েছিল জয়ার গলায়। তবে এক সময়ে নয় বহুক্ষেত্রে বহুবার দেখা গিয়েছে পুত্রবধূকে সমর্থন করতে। কিন্তু এই ঐশ্বর্যকে নিয়েই এমন এক কথা বলেছিলেন জয়া তাই নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
একবার জয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি তাঁর ছেলে মেয়ের সঙ্গে যেমন কড়া ব্যবহার করেন ঐশ্বর্যের সঙ্গে কি তেমন ব্যবহারই করেন? কিন্তু উত্তরে জয়া যা বলেন তাতে ক্ষেপেই গেছেন নেটিজেনরা।
জয়া বচ্চন বলেন, “কড়া? না আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া কেন হব? ও আমার বৌমা। নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত ওর মা ওই কাজ ভালভাবেই করেছেন”। আর এতেই আপত্তি নেটদুনিয়ার। বৌমাকে মেয়ের মত দেখতে সমস্যা কোথায় এই নিয়েই প্রশ্ন তোলেন তাঁরা।
শোনা যাচ্ছে, ঐশ্বর্য নাকি সমস্যা মেটাতে চাইছেন। এই বিষয়ে উদ্যোগীও হয়েছেন তিনি। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে আলাদাভাবেও নাকি কথা বলছেন অভিষেক ঘরনি। তবে জয়াই নাকি তিক্ততা মেটাতে আগ্রহ প্রকাশ করছেন না।
এতকিছুর পরেও সকলের একটাই কৌতুহল এমন কী হল যে অম্বানির বিয়েতে এক ফ্রেমে দাঁড়ালেনই না ঐশ্বর্য্য আর অমিতাভ, জয়া, অভিষেক ? সম্পর্ক কি তবে শেষ পর্যায়ে? যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই।