নাতনির জন্মদিনে নেচে মাতালেন জয়া! ভিডিও ভাইরাল হতেই শুরু আবার আলোচনা

Published on:

ও বৌমা, নিজের মেয়ে না! জয়ার মন্তব্যে ছিঃ ছিঃ নেট দুনিয়ায়

শ্বশুর বাড়ির লোকের সঙ্গে খুব একটা সম্পর্ক মসৃণ নয় ঐশ্বর্যর। বিশ্বসুন্দরীর জন্মদিনেও শুভেচ্ছা জানায়নি বচ্চন পরিবার। এমনকি মেয়ে আরাধ্যার জন্মদিনেও শুভেচ্ছা জানাতে দেখা গেল না অভিষেককে। কিন্তু নাতনির জন্মদিনে জমিয়ে নাচতে দেখা গেল জয়া বচ্চনকে। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, ঐশ্বর্য একটি সাদা পোশাক পড়েছেন। অভিষেক বচ্চনও একটি সাদা হুডিতে তাদের পিছনে দাঁড়িয়ে আছেন। ঐশ্বর্যকে দেখা যাচ্ছে তার মেয়ের সঙ্গে কেক কাটতে। জয়া বচ্চনকেও তার পাশে নীল পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

   
 ⁠

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পার্টি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে জয়া বচ্চনকেও তার নাতনির জন্মদিনে নাচতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভেবেছিলেন যে এই ভিডিওটি সাম্প্রতিক জন্মদিন উদযাপনের। কিন্তু তা নয় এই ভিডিওটি বহু বছরের পুরনো।

  
 ⁠

এদিকে নিয়মিত ব্লগ লেখা হোক বা সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট সবেতেই ভীষণ সক্রিয় অভিষেক বচ্চন। কিন্তু মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেখা গেল না বাবাকে। এরপরেই জল্পনা উঠতে শুরু করেছে তাহলে কী সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে? যদিও মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই মধুর। তবে অনলাইন না হলেও অফলাইনে শুভেচ্ছা জানিয়েছেন কিনা তা অবশ্য জানা যায় নি।

প্রসঙ্গত, পয়লা নভেম্বর ছিল ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন। সম্প্রতি মেয়ে আরাধ্য এবং মাকে নিয়ে একাই নিজের জন্মদিন পালন করেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানে স্বামী অভিষেক বচ্চন হোক কিংবা শ্বশুর বাড়ির অন্য কেউ, দেখা মেলেনি কারোরই। এছাড়াও হাইপ্রোফাইল পার্টিগুলোতেও তারকাদম্পতিকে একসঙ্গে দেখা যাচ্ছে না দীর্ঘদিন ধরে।