দেখতে দেখতে ৫০ বছরের বিবাহিত জীবন অতিক্রম করেছেন অমিতাভ বচ্চন এবং জয় বচ্চন। এই তানা দাম্পত্য জীবনে ওঠা পড়া যেমন ছিল তেমনি স্ত্রীর বহু কথা তাকে শুনতে হয়েছে বাধ্য হয়ে। জানা গিয়েছে, একটি সিনেমায় অশ্লীল নাচ করতে বাধ্য করেছিলেন জয়া বচ্চন। পরে যদিও সেই গান হয়েছে সুপার-ডুপার হিট।
১৯৯০ সালে মুক্তি পায় ছবি হাম। এই ছবির বিখ্যাত গান জুম্মা চুম্মা আজও সুপার ডুপার হিট। কিন্তু প্রথম যখন বিগ বিকে এই গানের জন্য নাচের স্টেপ দেখানো হয়েছিল, তখন তিনি কিছুতেই রাজি হননি। বরং তার মনে হয়েছিল ভীষণই অশ্লীল।
এরপরেই ময়দানে নামেন জয়া বচ্চন। যদিও তার আগে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন গান মুক্তির আগে তিনি জয়া বচ্চনকে পুরো বিষয়টা দেখাবেন। যদি স্ত্রীর তরফে অনুমতি মেলে তাহলেই তা মুক্তি পাবে। সেই মতোই নিজের স্ত্রীকে পুরো বিষয়টি দেখিয়েছিলেন তিনি। এরপরেই সেই স্টেপ দেখামাত্রই জয় বচ্চন বুঝেছিলেন এই গান দারুন হিট হবে। এরপর সম্মতিও দিয়েছিলেন তিনি। আর সেই মতোই দেখা গেল হাম ছবি মুক্তি পাওয়ার এত বছর পরেও ঠিক একই রকম ভাবে সুপার হিট রয়েছে এই গান।
সুদেশ ভোঁসলে এবং কবিতা ভোঁসলের গলায় এই গান দারুন জনপ্রিয় রয়েছে এখনো। গানটিতে কোরিওগ্রাফি করেছিলেন চিন্নি প্রকাশ। সম্প্রতি তিনিই নাচের ওই হূক স্টেপ নিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিজ্ঞতার কথা শেয়ার করেন।