জয়া-অমিতাভ-রেখা এই ত্রিকোণ প্রেম কাহিনী আজও বলিউডের চর্চার অন্যতম জনপ্রিয় টপিক। এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক সব সময়ই শিরোনামে। জানা যায় জয়া ভাদুড়ির সঙ্গে বিয়ের পরেও রেখার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন অমিতাভ বচ্চন। আর এই নিয়ে তাদের সংসারে অশান্তিও হয়েছিল।
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
শোনা যায়, স্ত্রী জয়া বচ্চনেরই নাকি চাননি তাঁর স্বামী ও রেখা এক ছবিতে কাজ করুক। কেটে গিয়েছে এত বছর। আজ যদি তাঁরা আবারও একসঙ্গে কাজ করতে চান, তবে কি কিছু মনে করবেন তিনি? এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন জয়া বচ্চন।
মনের কথা মনেই চেপে রেখে মুখে বলেছিলেন, “না, আমি কেন মনে করতে যাব? তবে আমার মনে হয় কাজের চেয়ে বেশি এই বিষয়টা নিয়েই সেনসেশন হবে। অত্যন্ত খারাপ হবে সেটাই। কারণ আলোচনা করতে গিয়ে তাঁদের একসঙ্গে দেখার অভিজ্ঞতাটাই নষ্ট হয়ে যাবে। দু’জনেরই মনে হবে কাজের চেয়েও বেশি ব্যক্তিগত জীবন নিয়ে কথা হচ্ছে”।
যখন রেখা আর অমিতাভের সম্পর্ক নিয়ে সরগরম বিটাউন ময়দানে নামেন জয়া ভাদুরি। শক্ত হাতে নিজের সংসারের হাল ধরেন। ভাঙনের মুখ থেকে ফিরিয়ে আনেন সংসারকে। আর এক প্রকার এই কথা স্বীকার করে নিয়েছেন রেখাও।
এদিকে কখনোই প্রকাশ্যে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখাকে কথা বলতে দেখা যায়নি। এমনকি দূরত্ব বজায় রাখতেন জয়া বচ্চনের সঙ্গেও। বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল রেখা ও অমিতাভের মধ্যে রয়েছে মাখোমাখো প্রেম। আর সেই সম্পর্ক খুব স্বাভাবিকভাবেই পীড়া দিয়েছিল অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনকেও। আর এই তিন অভিনেতা-অভিনেত্রীর অভিনীত সিলসিলা দেখলে কিন্তু খানিকটা সেই বাস্তবের কথাই মনে হয়। সেই সিনেমায় বাস্তব আর গল্প যেন মিলেমিশে গিয়েছিল।