গসিপ

টাকার উপর বিশ্বাস হারানো পাপ! হঠাৎ সোশাল মিডিয়ায় এমন কেন পোস্ট জিতের? জল্পনা বাড়ালেন নায়ক

মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার উপর বিশ্বাস হারানো পাপ! পুজোর আগে সাত সকালে এই ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট করে জল্পনা বাড়ালেন জিৎ। হঠাৎ এই উপলব্ধি কেনো অভিনেতার? এই নিয়ে যখন জোর চর্চা চলছে ঠিক তখনই সেই জল্পনা কল্পনার দাড়ি টানলেন অবশ্য তিনি নিজেই।

মহালয়ার দিন অর্থাৎ শনিবার একেবারে সারপ্রাইজ দিলেন নিজের ভক্তদের। পুরো অ্যাকশন প্যাকড অবতারে ফের ধরা দিলেন নায়ক। প্রকাশ্যে এলো তাঁর মানুষ ছবির অ্যাকশনে ভরপুর টিজার। প্রথম ঝলক দেখেই বোঝা গেল, দারুণ এক ছবি উপহার দিতে চলেছেন জিৎ।২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন: তোমাকে ভুলতে চাই, তোমার কাছ থেকে দূরে পালাতে চাই! ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতুর, সবই কি নবনীতার উদ্দেশ্যে?

প্রসঙ্গত, সারা ভারতে মুক্তি পেয়েছিল জিতের ‘চেঙ্গিজ’। ‘মানুষ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে তারকাকে। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন জীতু কমল, সুস্মিতা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী।

এখন বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীরাই রাজনীতিতে নাম লিখিয়েছেন। আর তার জেরেই কোনও না কোনও ভাবে তাদেরকে জড়াতে হয়েছে বিতর্কে। কিন্তু জিতের নামের সঙ্গে বিতর্ক কথাটি কখনোই জড়াইনি। কোনরকম বিতর্ক আজ অবধি ছুঁতে পারেনি তাকে।

আরও পড়ুন: ‘হ্যাপিলি সিঙ্গল’ কিন্তু ‘রেডি টু মিঙ্গল! নিজের বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মিমি চক্রবর্তী

জিতের প্রথম তেলেগু ছবি ছিল সুপার ফ্লপ। এরপর ২০০১ সালে কলকাতায় ফিরে এসে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় সাথীতে অভিনয় করেন তিনি। আর এর পরেই শুরু হয় জিতের ক্যারিয়ারের গ্রাফের উর্ধ্বমুখীতা। সাথীতে অভিনয় করার পর অভিনেতাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের।

Back to top button