আশীর্বাদ করবেন! দেবীপক্ষের শুরুতেই নতুন অতিথি এলো জিতের ঘরে

কিছুদিন আগেই দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছিলেন জিৎ। এবার সন্তান জন্মানোর খবর দিলেন অভিনেতা। সোমবার সকালেই জানালেন সুখবর। তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
সোমবার সকালেই সুখবর দিয়ে তিনি লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই সুন্দর পৃথিবীতে আমরা পুত্র সন্তাকে স্বাগত জানিয়েছি। এভাবেই আশীর্বাদ করবেন। ভালবাসায়, নভন্যা, মোহনা ও জিৎ’। মুহূর্তেই ভাইরাল হয়েছে তাঁর এই পোস্ট। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে শুরু করে শুভানুধ্যায়ীরা।
আরও পড়ুন: মাঝরাস্তায় হঠাৎ ‘বদমাশ মহিলা’ বলে অপমান! কেন অপমানিত হতে হল ‘নিমফুলের মধু’র অরিজিতাকে?
এখন তারকাদের মধ্যে দ্বিতীয় সন্তান নেওয়ার হিড়িক। গুরমিত-দেবিনা হোক বা টলিউডের অনীক-দেবলীনা ইতিমধ্যেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। শুভশ্রীও দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। জিৎও দ্বিতীয় বার বাবা হওয়ার সুখবর দিলেন।
আরও পড়ুন: তোমায় রোজ মনে পড়ে! সুখী দাম্পত্য জীবনের মাঝেও কাছের এই মানুষটিকে এখনও মিস করেন মানালি
২০১১ সালে পেশায় স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন জিৎ। একেবারেই সাদামাটা জীবনে অভ্যস্ত মোহনা। সেভাবে ফিল্মি পার্টিতেও তাঁকে দেখা যায় না। তাঁদের দাম্পত্য জীবনের ১২ বছর পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরপর ২০১২ সালে তাদের প্রথম কন্যা সন্তান নবন্যা জন্মগ্রহণ করে।