দেবকে ছেড়ে এবার রুক্মিণীর সফর শুরু জিতের সঙ্গে! পুজো দিয়ে শুরু ‘বুমেরাং’

রুক্মিণী মৈত্র। বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। একের পর এক ছবির কাজ এখন তার হাতে। এরমধ্যেই শুরু করে ফেললেন আরো এক নতুন ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সে কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। জিতের সঙ্গে শুরু করলেন বুমেরাং ছবির শুটিং।
ইতিমধ্যেই নটী বিনোদিনীর শুটিং শেষ করে ফেলেছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও শেষ করেছেন দেবের সঙ্গে ব্যোমকেশ ছবির শুটিং, সৃজিতের অপর আরো একটি ছবিতে দেবের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন তিনি। এর মধ্যেই শুরু হল বুমেরাঙের শুটিংও।
এই ছবিতে জিৎ এবং রূক্মিনীর পাশাপাশি দেখা যাবে নবাগতা দেবচন্দ্রিমা কে। তিনি সাঁঝের বাতি, সাহেবের চিঠির মত একাধিক ধারাবাহিক করেছেন। এছাড়াও বেশ কয়েকটি ওয়েব সিরিজও তাকে দেখা গিয়েছে। এবার বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটবে এই টেলি জগতের অভিনেত্রীর।
এই সিনেমার শুটিং প্রসঙ্গে দেবচন্দ্রিমা জানিয়েছেন, এখনো চিত্রনাট্য হাতে পাননি তিনি। পুরো বিষয়টি প্রাথমিক স্তরে রয়েছে। প্রসঙ্গত প্রথমে বুমেরাং ছবির এই চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছিল মিঠাই তথা সৌমিতৃসার কাছে। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি এই ছবি করতে পারেননি।