খুদে সদস্যকে নিয়ে মেতে জিতের পরিবার! ছেলেকে নিয়ে এবার কী বললেন অভিনেতা?

পুজোর আগেই সুখবর শুনিয়েছিলেন জিৎ। মেয়ে নভন্যার ১১ বছর পর তাঁদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। তাই এখন এই খুদে রাজপুত্রকে নিয়েই মেতে রয়েছে মদননি পরিবার। এই বছর প্রথম দিওয়ালি ছিল তাদের ছেলের জন্মের পরেই। তাই এবারের দিওয়ালি ছিল বেশ কিছু টা স্পেশাল।
ঘরে নতুন অতিথি এলেও তার সঙ্গে সময় কাটানোর ফুরসৎ নেই বাবার। সে ব্যস্ত ‘মানুষ’ ছবির প্রচারে। ফলে একরত্তির বেড়ে ওঠার মুহূর্ত গুলো মিস করছেন অভিনেতা। ছবির প্রমোশনে এসে তিনি বলেন, “সে খুব ভালো আছে। অনেক অপেক্ষার পর.. বাড়িতে সকলে খুব খুশি। মা-বাবা থেকে বাড়ির সকলে শুরু করে ভায়েরা, তাঁদের স্ত্রীরা, বাচ্চারা, বাড়িতে ছোট্ট ভাই এসেছে বলে কথা”।
দিওয়ালির দিনই ছেলেকে নিয়ে ছবি দিয়েছিলেন জিৎ। হলুদ-গোলাপি সাবেকি পোশাকে বাবার কোলে খুদে। পাশে দাঁড়িয়ে মোহনা ও নবন্যা। আলোর উৎসবে ছেলের ঝলক সামনে আনলেও মুখ স্টিকারে ঢেকে রেখেছেন জিৎ। জানা গেছে, ইতিমধ্যেই তার নাম ঠিক করা হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে।
ছেলের জন্মের সুখবর দিয়ে তিনি লিখেছিলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই সুন্দর পৃথিবীতে আমরা পুত্র সন্তাকে স্বাগত জানিয়েছি। এভাবেই আশীর্বাদ করবেন। ভালবাসায়, নভন্যা, মোহনা ও জিৎ’।
২০১১ সালে পেশায় স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন জিৎ। একেবারেই সাদামাটা জীবনে অভ্যস্ত মোহনা। সেভাবে ফিল্মি পার্টিতেও তাঁকে দেখা যায় না। তাঁদের দাম্পত্য জীবনের ১২ বছর পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরপর ২০১২ সালে তাদের প্রথম কন্যা সন্তান নবন্যা জন্মগ্রহণ করে।