বিনোদন

প্রচারের আলো থেকে বহু দূরে, দেখা যায় না ফিল্মি পার্টিতেও! জানুন জিতের স্ত্রীর জীবনের অজানা কাহিনী

সম্প্রতি দ্বিতীয় বার বাবা হওয়ার খবর দিয়েছেন জিৎ। স্ত্রীর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিলেন অভিনেতা। কিন্তু তাঁর স্ত্রী বরাবরই থেকেছেন প্রচার থেকে বহু দূরে।

২০১১ সালে পেশায় স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন জিৎ। একেবারেই সাদামাটা জীবনে অভ্যস্ত মোহনা। সেভাবে ফিল্মি পার্টিতেও তাঁকে দেখা যায় না। তাঁদের দাম্পত্য জীবনের ১২ বছর পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরপর ২০১২ সালে তাদের প্রথম কন্যা সন্তান নবন্যা জন্মগ্রহণ করে।

বুধবার হঠাৎ করেই ইনস্টাগ্রামে নিজের পরিবারের ছবি দেন তিনি। সেখানে দেখা যাচ্ছে সি গ্রিন কালারের পোশাক পড়ে ছবি দিয়েছেন জিৎ, সঙ্গে রয়েছেন স্ত্রী এবং কন্যা। ছবিতে স্পষ্ট স্ত্রীর বেবি বাম্প।

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গেই এই খবর আপনাদের জানাচ্ছি যে আমাদের আরেক সন্তান খুব শিগগিরিই আসতে চলেছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।”

বুধবার আচমকাই স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন অভিনেতা। তাতেই অনুরাগী মহলে খুশির বন্যা। শুভেচ্ছায় ভরে গিয়েছে অভিনেতার কমেন্টবক্স।

Back to top button