গসিপ

তোমাকে ভুলতে চাই, তোমার কাছ থেকে দূরে পালাতে চাই! ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতুর, সবই কি নবনীতার উদ্দেশ্যে?

জিতু-নবনীতার বিচ্ছেদের খবরে এখন সরগরম টেলি পাড়া। ইতিমধ্যেই আদালতে গড়িয়েছে জল। জল্পনা চলছে বিচ্ছেদের কারণ নিয়ে। যত দিন এগচ্ছে ততই তাঁদের প্রেম-ভালোবাসা-বিচ্ছেদ নিয়ে চর্চা জোরাল হচ্ছে। তাদের এরমধ্যেই একের পর এক পোস্ট জল্পনা বাড়াচ্ছে। তাতে নেটিজেনদেরও যেন কৌতুহল বাড়ছে।

স্ত্রী নবনীতার সঙ্গে আইনি বিচ্ছেদের মামলা চলছে আদালতে। বিগত চার মাস ধরে আলাদা থাকছেন জিতু ও নবনীতা। জিতু কমল-নবনীতা দাস বাংলা টলিউড জগতের এখন বহুল চর্চিত জুটি। এরমধ্যেই জিতু কমল একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ছন্দে এখন জীবন কাটাচ্ছেন জিতু। একের পর এক রিলস শেয়ার করছেন। তাতে কখনো থাকছে ইঙ্গিতপূর্ণ বার্তা আবার কখনো দার্শনিক মনোভাব।

আরও পড়ুন: ‘হ্যাপিলি সিঙ্গল’ কিন্তু ‘রেডি টু মিঙ্গল! নিজের বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মিমি চক্রবর্তী

এবারও এক পোস্ট করলেন তিনি। তাতেও রয়েছে ইঙ্গিতপূর্ণ বার্তা। জিতু সেই পোস্টে লিখেছেন, “তোমাকে ভুলতে চাই। তোমার কাছ থেকে এত দূরে পালাতে চাই যেখানে রাবণের মতো বিংশতি শ্রবণ পেলেও তোমার কথা আমাকে শুনতে হবে না।” এরপরেই বিষয়টি হালকা করার জন্য অভিনেতা আরও লেখেন, “উক্তিটি কার উদ্দেশ্যে, কে বলেছিলেন? কেন বলেছিলেন জানলেও বলুন দেখি”?

উত্তর অবশ্য তিনি নিজেই দিয়েছেন। মন্তব্য বাক্সে তিনি লিখেছেন, “উক্তিটি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বলা। কবিতা লেখার প্রাক্কালে, কবিগুরু এতটাই আছন্ন হয়ে থাকতেন সৌমিত্র বাবুর মন জুড়ে, যে নিজের সৃষ্টিতে ব্যাঘাত ঘটত। তাই তিনি এই উক্তিটি করেন। দয়া করে পার্সোনাল জায়গায় না গিয়ে, একটু চর্চা আদান-প্রদান করি। গত ৫ মাসের কোনো পোস্টই নবনীতা কেন্দ্রিক নয়। ওটা আপনাদের আর কিছু ডিজিটাল চ্যানলের ভ্রান্ত ধারণা”।

আরও পড়ুন: ঠোঁট জড়িয়েছে ঠোঁটে! হবু বউয়ের সঙ্গে চুম্বনের ছবি দিতেই ট্রোলড সৌম্য, পাল্টা দিলেন গায়কও

২০১৯-এ ৬ মে বিয়ে হয়েছিল জিতু-নবনীতার। টলিউডে হ্যাপিলি ম্যারেড কাপল হিসেবেই পরিচিত জিতু নবনীতা। কিন্তু হঠাৎ করে ৪ বছর পরেই ছন্দ পতন। তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায়। তবে আসল কারণ নিয়ে মুখ খোলেন নি কোনও পক্ষই। এরমধ্যেই একাধিকবার এই দম্পতির নানান পোস্ট গিয়ে জল্পনা উঠেছে। জানা গিয়েছে, তাঁদের ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন।

Back to top button