প্রতিযোগিতায় বিশ্বাসী ছিলাম না! পুজোর আগে মন খারাপের মধ্যেই কী সুখবর দিলেন জিতু?

অপরাজিততে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন জিতু কমল। তার সেই লুকের প্রশংসা করেছিল সকলে। এবার আরও একবার নতুন কিছু করে চমক লাগাতে চলেছেন অভিনেতা। ছবির প্রথম ঝলক সামনে এনে এমনই ইঙ্গিত দিলেন জিতু কমল।
স্ত্রী নবনীতার সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে তার। এর মধ্যেই একের পর এক ইঙ্গিত পূর্ন পোস্ট সোশ্যাল মিডিয়ায় করছিলেন তিনি। তবে তার মধ্যেও কাজটা করে যাচ্ছিলেন চুটিয়ে। এবার তারই এক ঝলক প্রকাশ্যে আনলেন। আপাতত মন খারাপকে দূরে সরিয়ে রেখে পুজোর আগেই সুখবর দিলেন তিনি।
আরও পড়ুন: পেট চালাতে করেছেন ওয়েটারের কাজ থেকে ফোটোগ্রাফিও! এই খুদে এখন বিখ্যাত বলি অভিনেতা, চিনতে পারছেন?
শীঘ্রই বেঙ্গল পুলিশ ছবিতে দেখা যাবে জিতু কমলকে। বাংলা, অসমিয়া ও ওড়িয়াতে মুক্তি পাবে ছবিটি। এই ছবির একটি ঝলক দিয়ে অভিনেতা ফেসবুকে লিখেছেন, “কোন প্রতিযোগিতায় বিশ্বাসী ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না।রাগে-অনুরাগে করার সময় শুনেছিলাম, এই বয়স্ক চরিত্র এই বয়সে কেউ করে..!! অপরাজিত করার সময়েও বহু মানুষ বলেছিল, খুব রিস্কি কাজ করছি কিন্তু আমি, আমার বিশ্বাসের ওপর ভর করে কাজগুলো করেছি। আর আপনাদের প্রচুর প্রচুর আশীর্বাদ পেয়েছি। আর আমার ডিরেক্টররা তো ছিলই। রাজদা, দেবীদা, অনীকদা এনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজ একটা বিশেষ কারণে এই লেখাটা, আজ সন্ধে ৬টায় নতুন কিছু আসতে চলেছে, পারলে পাশে থাকবেন। প্রতিক্রিয়া দেবেন”।
অপরদিকে, অংশুমান প্রত্যষের পরিচালনায় নতুন ছবি আসতে চলেছে ‘আপনজন’। ছবিতে জীতুর বিপরীতে দেখা যাবে ঋতাভরীকে। সেই ছবিরও প্রথম লুক সামনে এসেছে। একেবারে আরবান লুকে দেখা যাচ্ছে এই জুটিকে। এই প্রথম একসঙ্গে জুটি বাঁধছেন জিতু এবং ঋতাভরী চক্রবর্তী। এসকে মুভিজ এর প্রযোজনায় আসতে চলেছে এই ছবি। একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে নায়িকা এবং নায়ক কে।
আরও পড়ুন: ফের বড় পর্দায় আসছে রামায়ণ! বিরাট চমক দিয়ে হনুমানের চরিত্রে কি সানি দেওল?
মূলত জানা গিয়েছে আপনজন সিনেমা সিঙ্গেল প্যারেন্টের গল্প বলবে। একদিকে যেমন ঋতাভরী সিঙ্গেল মাদার তেমন অন্যদিকে জিতুকেও দেখা যাবে সিঙ্গেল ফাদারের চরিত্রে। এরপরেই কাহিনী আবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা হবে তাদের। এরপর তাদের অবশেষে মিল হবে না বিচ্ছেদ তা অবশ্য গল্প বলবে।