হারিয়ে যাব, সব ছেড়ে চলে যাব! ডিভোর্সের জল্পনার মাঝে এ কী বললেন জিতু?

জিতু-নবনীতার বিচ্ছেদের খবরে এখন সরগরম টেলি পাড়া। যখন জল্পনা চলছে তাদের বিচ্ছেদের কারণ নিয়ে। এরমধ্যেই এই দম্পতির একের পর এক পোস্ট যেন আরও জল্পনা বাড়াচ্ছে। যত দিন এগচ্ছে ততই তাঁদের প্রেম-ভালোবাসা-বিচ্ছেদ নিয়ে চর্চা জোরাল হচ্ছে। এরমধ্যেই অভিনেতার সোশ্যাল মিডিয়ায় এক উদাসীন পোস্ট চিন্তা বাড়ালে অনুরাগীদের।
সমুদ্র পারে এক ভিডিও দিয়েছেন জিতু কমল। কিন্তু সেই ভিডিওই উদ্বেগ বাড়াচ্ছে অনুরাগীদের। সেখানে ব্যকগ্রাউন্ড মিউজিকে পাঠ করা হচ্ছে এক সায়েরি। যেখানে বলছে, আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে একদিন চলে যাব, কোনও এক অচেনা শহরে নতুন নামে নতুন করেই জীবন শুরু করব।ভিডিওর ক্যাপশনে লেখা-এটাই সত্যি৷ ঝড়ের গতিতে পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
এদিকে কিছুদিন আগে একটি সেলফি দিয়েছিলেন অভিনেত্রী নবনীতা দাস। ছবিটা দেখে মনে হচ্ছে পুরনো। ক্যাপশনে লেখা শুধু একটাই কথা, ‘শান্তি’। ছবিতে দেখা যাচ্ছে, দুধ সাদা পোশাক, চোখে সাদা ফ্রেমের চশমা আর পিছনে পাহাড়ি সৌন্দর্য।এই দেখেই জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে তবে কি জিতুকে ছেড়ে ভালই আছেন নবনীতা? যদিও এই জল্পনার নিরসন হয়নি।
অন্যদিকে, কিছুদিন আগে সাদাকালো পুরনো ছবি দিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, এটি তাঁর ১০ বছরের পুরনো একটি ছবি। কিন্তু, তারকা জুটির ভক্তদের দাবি, নবনীতাকে ছাড়া আজ জিতুর জীবন বেরঙিন!