গসিপ

মিস করে গেলাম! শ্রাবন্তীর থেকে এই জিনিসটা না পেয়ে চরম আফসোস জিতুর

জিতু-নবনীতার বিচ্ছেদের খবরে এখন সরগরম টেলি পাড়া। যখন জল্পনা চলছে তাদের বিচ্ছেদের কারণ নিয়ে। ঠিক তখনই আরও এক গুঞ্জন উঠেছিল। শ্রাবন্তীর সঙ্গে জিতুর সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছিল বিস্তর। তবে এবার সেই সম্পর্কের রহস্যই সামনে এল।

মঙ্গলবার ছিল ভাইফোঁটা। আত্মার সম্পর্কের ভাইদের ফোঁটা দিয়েছেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এখানে কমেন্ট করেছেন জিতু। শ্রাবন্তীর উদ্দেশে লিখলেন, “যাহ, আমি মিস করে গেলাম”। সঙ্গে এক মন খারাপের ইমোজি। পাল্টা শ্রাবন্তী লিখলেন, “পরের বার”। না প্রেম নয়, বরং দু’জনের মধ্যে রয়েছে ভাই-বোনের সম্পর্ক, এই বার্তাই দিলেন তাঁরা।

কিছুদিন আগেই বাবুসোনা ছবির শুটিং করতে লন্ডন গিয়েছিলেন জিতু শ্রাবন্তী। সেখানে গিয়ে শ্রাবন্তীর সঙ্গে তার রিলস সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল দর্শকদের। অনেকেই মনে করছেন শ্রাবন্তীর জন্যই বাচ্চা বউকে ভুলে গিয়েছেন জিতু। শ্রাবন্তীর সঙ্গে মাখামাখির কারণেই হয়তো ভাঙছে তাঁদের ৪ বছরের দাম্পত্য।

তবে এই গোটা বিষয়ে এদিন ফেসবুক লাইভে এসে নিজের মত প্রকাশ করেন নবনীতা। অভিনেত্রী স্পষ্টতই বলেন, ডিভোর্সের সিদ্ধান্ত সম্পূর্ন তাঁদের নিজের। এখানে কোনও ভাবেই তৃতীয় ব্যক্তির আগমনের কোনও বিষয় নেই। তিনি জানান, শ্রাবন্তীর সঙ্গে তার সুম্পর্ক রয়েছে। লন্ডনে শ্যুটিংয়ের সময় যখন নবনীতা গিয়েছিলেন, তখন তাঁরা একসঙ্গে বসে চিপস খেয়েছেন।

অভিনেত্রী আরও জানিয়েছেন, ডিভোর্স হলেও তাঁদের মধ্যে বন্ধুত্ব বজায় থাকবে। রাস্তায় দেখা হলে কেউই কখনও মুখ ঘুরিয়ে চলে যাবেন না। স্বামী স্ত্রী হিসেবে তাঁদের সম্পর্ক না থাকলেও বন্ধুত্বপূর্ন সম্পর্ক থেকে যাবেই। জিতুর সঙ্গে তাঁর কোনও প্রফেশনাল ইগোও নেই। বরং বিয়ের ফুলে কাজ শুরু আগে ফোনে জিতুর থেকে টিপসও নিয়েছেন।

Back to top button