ফের বিচ্ছেদের খবর জিতুর জীবনে! নবনীতার পর বিদায় নিল তাঁর প্রিয় সঙ্গী, চোখে জল অভিনেতার

স্ত্রী নবনীতার সঙ্গে আইনি বিচ্ছেদের মামলা চলছে আদালতে। বিগত চার মাস ধরে আলাদা থাকছেন জিতু ও নবনীতা। জিতু কমল-নবনীতা দাস বাংলা টলিউড জগতের এখন বহুল চর্চিত জুটি। তাঁদের বিচ্ছেদের খবরে এখন সরগরম সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই আদালত পর্যন্ত গড়িয়েছে জল। আর এরমধ্যেই জিতুর জীবনে আবার বিচ্ছেদের সুর। বিদায় জানাতে হল বহুদিনের প্রিয় সঙ্গীকে।
সোশ্যাল মিডিয়ায় এই বিচ্ছেদের খবর জানিয়েছেন অভিনেতা নিজেই। জিতুর একটা বহুদিনের লাল রঙের গাড়ি ছিল। এবার সেই গাড়িকেই বিদায় জানালেন তিনি। নিজের পুরনো গাড়িকে বিদায় জানিয়েই মনখারাপ অভিনেতার।
দুটি ছবি ও ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার আরেক প্রিয়’র ছুটি হলো। অনেক উঠা-পড়ার সাক্ষী ছিলো এই লাল ষাঁড়। বহু রাতের আশ্রয়ও ছিল আমার ৭২৭২। আজ মিলিয়ে যাওয়ার সময় সত্যিই চোখটা চিক-চিক করে উঠেছিল। কেন! তা,লিখে বা বলে বোঝাতে অক্ষম বন্ধু। ছোট্ট ছিলো, কিন্তু বড্ড আপন ছিলো”।
প্রসঙ্গত, কয়েকদিন আগে জিতু কমল একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লেখা, “ফোন থেকে ব্রেক নিলাম। একটু খোলা হাওয়া অনুভব করতে চাই।”এর পরেই ফের বেড়েছে জল্পনা। এই জুটির একের পর এক পোস্ট যেন ক্রমেই জল্পনা বাড়াচ্ছে।
কিছুদিন আগে পোস্ট দিয়ে জিতু কমল বলেছিলেন, “খাঁটি মানুষেরা কখনওই তোমাকে ছেড়ে যাবে না। যাই পরিস্থিতি হোক না কেন?” সেইসঙ্গে জিতু যোগ করেছেন, ‘বোকা’।
প্রশ্ন উঠেছিল কার উদ্দেশ্যে এই পোস্ট করলেন তিনি? তবে কি স্ত্রী নবনীতা কে ইঙ্গিত করেই এই পোস্ট? মাঝে মধ্যেই এই রকম ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন জিতু। যদিও তারপরেই মুখে কুলুপ আঁটছেন তিনি। আর তারপরেই আরও কৌতুহল বাড়ছে।
২০১৯-এ ৬ মে বিয়ে হয়েছিল জিতু-নবনীতার। টলিউডে হ্যাপিলি ম্যারেড কাপল হিসেবেই পরিচিত জিতু নবনীতা। কিন্তু হঠাৎ করে ৪ বছর পরেই ছন্দ পতন। তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায়। তবে আসল কারণ নিয়ে মুখ খোলেন নি কোনও পক্ষই। এরমধ্যেই একাধিকবার এই দম্পতির নানান পোস্ট গিয়ে জল্পনা উঠেছে। জানা গিয়েছে, তাঁদের ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন। মিউচুয়াল ডিভোর্স চূড়ান্ত হবে সেপ্টেম্বরেই।