ভাইয়ের জন্য অদম্য লড়াই! জিগরার ট্রেলর দেখলে গায়ে কাঁটা দেবে

Avatar

Published on:

ভাইয়ের জন্য অদম্য লড়াই! জিগরার ট্রেলর দেখলে গায়ে কাঁটা দেবে

বর্তমানে আলিয়া ভাটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এত অল্প বয়সে এত সুনাম বোধহয় খুব কম অভিনেত্রী অর্জন করতে পারেন। ইতিমধ্যেই নতুন ছবির কথা ঘোষণা করেছেন আলিয়া। এবার সেই ছবির টিজার সামনে এলো। সেখানে মারকাটারি রূপে দেখা গেল অভিনেত্রীকে।

করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় দেখা যাবে তাঁকে। দুর্গাপুজোয় মুক্তি পাবে এই সিনেমা। এক ভাই বোনের দুঃসাহসিক গল্প বলবে এই সিনেমা। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ‘জিগরা’র প্রথম পোস্টার শেয়ার করেছেন আলিয়া। পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে রণং দেহি অবতারে দেখা গিয়েছে তাঁকে।

   
 ⁠

এবার প্রকাশ পাওয়া দেখেই উৎসাহিত অনুরাগীরা। এখন ছবি মুক্তির অপেক্ষায় তারা। টিজারে দেখা যাচ্ছে, আলিয়ার চরিত্রটি শৈশবকাল থেকেই এলোমেলো। ছোটবেলাতেই আলিয়ার মা মারা যায়, বাবা আত্মহত্যা করেন। আত্মীয়দের কাছেই বেড়ে উঠেছে সে এবং তার ভাই। কিন্তু এর জন্য তাদের ভারী মূল্য দিতে হয়েছিল। এরপর আলিয়াকে তার ভাইকে জেল মুক্ত করতে কী পরিমান লড়াই করতে হয়েছে তার ঝলক দেখা যায়।

  
 ⁠

আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘আর্চিস’ খ্যাত বেদাং রায়না। এই ছবিতে নারীশক্তির জয়গানের কথা তুলে ধরবেন আলিয়া। ছবিতে বাস্কেটবল খেলতে দেখা যাবে আলিয়াকে। আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

মাত্র ১১ বছরের কমর্জীবনেই সাফল্যের চূড়ায় তিনি। এ বার আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ সুহানা খান। সারা আলি খান থেকে জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডেদের অনুপ্রেরণা আলিয়া।