স্বাধীনতা দিবস উপলক্ষে জিও-র বিশেষ রিচার্জ প্ল্যান, কম খরচে মিলবে বছরভর সুবিধা

এই বিশেষ রিচার্জ প্ল্যানটি জিও নিয়ে এসেছে তার প্রিপেইড ইউজারদের জন্য। এই প্ল্যানে ভয়েস কলিং, ডেটা, SMS তো পাবেনই, সঙ্গে থাকছে অনলাইন শপিং, ট্রাভেল এবং ফুড ডেলিভারির উপর প্রচুর ডিসকাউন্ট, এই রিচার্জ প্ল্যানটির নাম হল ‘Jio Independence Day’ অফার।
মাত্র 2,999 টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন প্রতিদিন 2.5 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও দৈনিক 100টি SMS এর সুবিধা। পুরো এক বছর অর্থাৎ 365 দিন এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই রিচার্জ প্ল্যানে মোট 912.5 GB ডেটা পাবেন ইউজাররা, সঙ্গে যেখানে 5G থাকবে সেই সুবিধাও নিতে পারবেন।
এছাড়া এই রিচার্জে অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ যেমন সুইগিতে 249 টাকা বা তার বেশি অর্ডারে 100 টাকা ছাড়। Yatra থেকে ফ্লাইট বুকিং করলে 1,500 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এছাড়া হোটেল বুকিংয়ের উপর 15 শতাংশ ডিসকাউন্ট (সর্বোচ্চ 4,000 টাকা) পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এবং অনলাইন শপিং অ্যাপ Ajio-তে 999 টাকা বা তার বেশি শপিং করলে সেখানে 200 টাকা ডিসকাউন্ট পাবেন।
এছাড়াও অনলাইনে ওষুধ ক্রয় করলে 20 শতাংশ পর্যন্ত ছাড় ও রিলায়েন্স ডিজিটাল থেকে অডিও পণ্য কিনলে 10 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা। এই সুবিধাগুলি পেতে প্যাকটি রিচার্জ করে নিন।