সিনেমা

তুমি দেখিয়ে দিলে বাঙালি অভিনয়টাও পারে! যীশু লুক দেখে মুগ্ধ ভক্তরা, নতুন রূপে চেনা দায় অভিনেতাকে

টলিউড পেরিয়ে বলিউডে পা রেখে দক্ষতার সঙ্গে অভিনয় করে বেড়াচ্ছেন এমন বাঙালি অভিনেতাদের মধ্যে যিশু সেনগুপ্ত অন্যতম। টলিউডে এখন তাকে প্রায় দেখাই যায় না বললে চলে। বরং বলিউডে রমরমিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন অভিনেতা। এবার বলিউড পেরিয়ে দক্ষিণী সিনেমাতেও পাড়ি দিয়েছেন অভিনেতা।

সম্প্রতি টাইগার নাগেশ্বর রাও’এর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। সেখানেই যীশুকে দেখা যাচ্ছে এক পুলিশ অফিসারের ভূমিকায়। তাঁর মেকআপ দেখে অবাক হতে হবে। প্রস্থেটিক মেকআপের সাহায্যে ঘোলাটে চোখ, কপালের কাটা দাগ নিয়ে একেবারে অন্যরকম লাগছে যীশুকে। মেকআপ আর্টিস্টদের হাতের ছোঁয়ায় যেন অচেনা যিশু। তাঁকে দেখতে সত্যি শিউরে উঠতে হয়।

তাঁর চরিত্রের নাম সিআই মৌলি। সুপারস্টার রবি তেজার ছবিতে মেন ভিলেন তিনি, যদিও ভিলেন এখানে পুলিশের চরিত্রে। এই প্রসঙ্গে অভিনেতা জানান, “আপনারা যদি ভেবে থাকেন অনেক বদমাইশ পুলিশ দেখেছেন, তাহলে দুঃখিত। আমাদের এখনও দেখা হয়নি”।

মঙ্গলবার মুক্তি পাবে অফিসিয়াল ট্রেলর। যীশু ছাড়াও নূপুর শ্যানন,রেনু দেশাই, অনুপম খেরের মতো তারকাদের দেখা যাবে এই ছবিতে। পুজোয় মুক্তি পাবে ছবি। ছবি পরিচালনা করেছেন ভামসী। প্রযোজনায় অভিষেক আগারওয়াল।

আরও পড়ুন: ‘ বাঘা যতীন’ ছবির জন্য বিশেষ চাহিদা সম্পন্ন খুদেরা গাইল গান! দেবকে প্রশংসায় ভরিয়ে দিল নেটদুনিয়া

এদিকে এই লুক প্রকাশ্যে আসতেই প্রশংসার বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। একজন লেখেন, ‘হায় রে অভাগা বাঙলি! এই নায়কের কদর বুঝল না’। অপর এক নেটিজেন লেখেন, ‘বাংলায় অভিনেতা অভিনেত্রীরা শুধু সবাই নোংরা রাজনীতি পারে। তুমি দেখিয়ে দিলে বাংলার বাঙালি অভিনয়টাও পারে।’

আরও পড়ুন: শাহরুখের সুপার হিট ছবির হিরোইন এই তরুণী! ছবি দেখে বলুনতো চিনতে পারছেন কি না?

প্রসঙ্গত, ২০০১-২০০২ সালে বড়পর্দায় কাজ শুরু করেছিলেন অভিনেতা। ২০০৮ সালে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে প্রথম কাজ করেন যীশু।এরপরেই তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়। তবে প্রথম দিকে তিনি কখনোই অভিনয় করতে চাননি বলেও জানান।

Back to top button