টলিউড পেরিয়ে বলিউডে পা রেখে দক্ষতার সঙ্গে অভিনয় করে বেড়াচ্ছেন এমন বাঙালি অভিনেতাদের মধ্যে যিশু সেনগুপ্ত অন্যতম। টলিউডে এখন তাকে প্রায় দেখাই যায় না বললে চলে। বরং বলিউডে রমরমিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন অভিনেতা। এরমধ্যে ব্যক্তিগত জীবনের একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। এতদিন চুপ থাকলেও এবার সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিলেন যীশু।
স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে। মেয়েদের নিয়ে আলাদা থাকছেন নীলাঞ্জনা। একের পর এক পোস্ট করছেন তিনি। অপরদিকে একেবারেই নিশ্চুপ যীশু। বিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবন নিয়ে কোনরকম মন্তব্য করেননি তিনি। বরং ব্যস্ত রয়েছেন নিজের কাজ নিয়েই। এবার নিজের একটি ছবি এতদিন পর সোশ্যাল মিডিয়ায় দিলেন অভিনেতা।
আপ্ত সহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন রটেছে। এমনকি গুঞ্জন এতটাই বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছে যে শোনা গিয়েছে প্রেমিকার সন্তানের বাবা হতে চলেছেন তিনি। তবে এসব যে নিছকই গুজব তা বলার অবকাশ রাখেনা।
যীশুর পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে যিশু সটান মাটিতে শুয়ে! বালির উপরে। পিছনে সমুদ্র। জলের উপরে লাল আভা ছড়িয়ে সূর্য উঠছে। পরনে শার্ট, প্যান্ট। তারকার জৌলুসের ছিটেফোঁটাও নেই। তবে নিজের জীবনের বিতর্ক নিয়ে একেবারেই মুখে কুলুপ অভিনেতার। বরং তিনি এখন ব্যস্ত খাদান ছবির প্রচার এবং নিজের শুটিংয়ের কাজে।