খুব বাজে স্বামী, ভালো বাবাও নই! হঠাৎ ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপ কেন যীশু সেনগুপ্তর?

টলিউড পেরিয়ে বলিউডে পা রেখে দক্ষতার সঙ্গে অভিনয় করে বেড়াচ্ছেন এমন বাঙালি অভিনেতাদের মধ্যে যিশু সেনগুপ্ত অন্যতম। টলিউডে এখন তাকে প্রায় দেখাই যায় না বললে চলে। বরং বলিউডে রমরমিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন যিশু সেনগুপ্ত। সেখানে অভিনেতা জানান, “আমি গুড হাজব্যান্ড কিংবা ভালো বাবা কোনোটাই নই। কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি সেটা দিতে পারি না”। যদিও কাজের প্রয়োজনে তিনি যে পরিবারকে সময় দিতে পারেন না তা অবশ্য পরিষ্কার। যদিও এই নিয়ে আক্ষেপ নেই তার পরিবারের।
অন্যদিকে সম্প্রতি কাজলের সঙ্গে একটি ওয়েব সিরিজ ‘দ্যা ট্রায়াল’ এর কাজ শেষ করেছেন যীশু সেনগুপ্ত। শীঘ্রই মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। তবে শুধু কাজল নয়, রানী মুখার্জি, কীর্তি কুলহারি, বিদ্যা বালান সহ একাধিক নামী অভিনেত্রীর সঙ্গে কাজ করে ফেলেছেন এই বঙ্গ তনয়।
কাজলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে অভিনেতা জানান, “আমার কাছে যখন এই অফার এসেছিল তখন না করার কোনও প্রশ্নই ছিল না। আমি ওঁর বিশাল বড় ফ্যান।প্রথমে ওঁর সঙ্গে কাজ করতে আমার একটু ভয় করতো। তবে ও যখন আমার সঙ্গে কথা বলতো তখন মনে হতো ও আমার কতদিনের চেনা। তনুজা আন্টিও আমার সঙ্গে সেটে দেখা করতে এসেছিল। সব মিলিয়ে কাজলের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ”।
যীশু সেনগুপ্ত আরও বলেন, “ওঁর সঙ্গে যখন প্রথম দেখা হয় আম ওঁকে জানাই যে আমি ওঁর মায়ের সঙ্গে কাজ করেছি। কাজল উত্তরে বলেছিল, ‘আমি জানি। মা তোমায় গুড বয় বলে। কিন্তু তুমি তো ম্যান। এরপর থেকে সেটে আমায় সবাই ‘গুড বয়’ বলেই খ্যাপাতো”।