তারকারা টোটোতে করে ঘুরবে এটা ভাবতেই যেন কেমন লাগে।কিন্তু এবার এমন দৃশ্যই চাক্ষুষ করা গেল। সুপারস্টার জিৎ সস্ত্রীক টোটোয় করে ঘুরে বেড়ালেন। যদিও কলকাতায় নয়। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে সপরিবারে অমৃতসর বেড়াতে গিয়েছিলেন জিৎ। সেখানেই টোটোতে করে ঘুরছেন তিনি। জিতের পরনে রয়েছে সাদা পাঠান সুট। অন্য দিকে তাঁর স্ত্রীর পরনে সালোয়ার স্যুট। যদিও পরে ভিডিও টি সরিয়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এখন বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীরাই রাজনীতিতে নাম লিখিয়েছেন। আর তার জেরেই কোনও না কোনও ভাবে তাদেরকে জড়াতে হয়েছে বিতর্কে। কিন্তু জিতের নামের সঙ্গে বিতর্ক কথাটি কখনোই জড়াইনি। কোনরকম বিতর্ক আজ অবধি ছুঁতে পারেনি তাকে।
এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, “যে কাজটা আমি পারি না সেটা করার চেষ্টাও করি না। এখন যদি আমায় কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে বলা হয়, আমি নিশ্চয়ই পারব না।” ফের, আবারও সোজা সহজ ভাষায় বিতর্ক না করেই জানিয়ে দিলেন যে এই বিষয় থেকে দুরেই থাকবেন।
প্রসঙ্গত, জিতের প্রথম তেলেগু ছবি ছিল সুপার ফ্লপ। এরপর ২০০১ সালে কলকাতায় ফিরে এসে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় সাথীতে অভিনয় করেন তিনি। আর এর পরেই শুরু হয় জিতের ক্যারিয়ারের গ্রাফের উর্ধ্বমুখীতা। সাথীতে অভিনয় করার পর অভিনেতাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের।