আমার আর এক বাচ্চা! বিচ্ছেদের মাঝেই সন্তানের সঙ্গে আলাপ করালেন জিতু

স্ত্রী নবনীতার সঙ্গে আইনি বিচ্ছেদের মামলা চলছে আদালতে। বিগত কয়েক মাস ধরে আলাদা থাকছেন জিতু ও নবনীতা। জিতু কমল-নবনীতা দাস বাংলা টলিউড জগতের এখন বহুল চর্চিত জুটি। তাঁদের বিচ্ছেদের খবরে এখন সরগরম সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই আদালত পর্যন্ত গড়িয়েছে জল। আর তাদের এরমধ্যেই একের পর এক পোস্ট জল্পনা বাড়াচ্ছে। তাতে নেটিজেনদেরও যেন কৌতুহল বাড়ছে।
এরমধ্যেই জিতু কমল একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ছন্দে এখন জীবন কাটাচ্ছেন জিতু। একের পর এক রিলস শেয়ার করছেন। তাতে কখনো থাকছে ইঙ্গিতপূর্ণ বার্তা আবার কখনো দার্শনিক মনোভাব। এবার এই বিচ্ছেদের মধ্যেই নিজের বাচ্চার সঙ্গে আলাপ করালেন জিতু।
তবে এই বাচ্চা রক্ত মাংসের নয়। এ হল জিতুর গাড়ি। জিতুর যে গাড়ির শখ রয়েছে তা কম বেশি সবাই জানে। এর মধ্যেই নিজের নতুন গাড়ির সঙ্গে আলাপ করালেন অভিনেতা। নিজের দু’চাকার ছবি শেয়ার করেই জিতু লিখলেন, “আমার অন্য এক বাচ্চা”।

প্রসঙ্গত, কিছুদিন আগেই আরও এক বহুদিনের প্রিয় সঙ্গীকে বিদায় জানিয়েছিলেন তিনি। জিতুর একটা বহুদিনের লাল রঙের গাড়ি ছিল। দুটি ছবি ও ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আমার আরেক প্রিয়’র ছুটি হলো। অনেক উঠা-পড়ার সাক্ষী ছিলো এই লাল ষাঁড়। বহু রাতের আশ্রয়ও ছিল আমার ৭২৭২। আজ মিলিয়ে যাওয়ার সময় সত্যিই চোখটা চিক-চিক করে উঠেছিল। কেন! তা,লিখে বা বলে বোঝাতে অক্ষম বন্ধু। ছোট্ট ছিলো, কিন্তু বড্ড আপন ছিলো”।