জিতুর সঙ্গে জুটি বাঁধলেন দিতিপ্রিয়া! সর্বোচ্চ কত পারিশ্রমিক হাঁকালেন অভিনেতা?

Published on:

জিতুর সঙ্গে জুটি বাঁধলেন দিতিপ্রিয়া! সর্বোচ্চ কত পারিশ্রমিক হাঁকালেন অভিনেতা?

নিজেকে ভেঙেচুরে পর্দায় অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন জিতু কমল। এবার শোনা যাচ্ছে ফের ছোট পর্দায় ফিরছেন তিনি। দিতিপ্রিয়ার সঙ্গে নতুন এক ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। এই দুই অভিনেতা অভিনেত্রী জুটি বাঁধতে চলেছেন। সৌজন্যে রয়েছে জি বাংলা। টলিপাড়ার গুঞ্জন, আসন্ন ধারাবাহিক তোমাকে ভালোবেসে’ ধারাবাহিকে দেখা যাবে দুজনকে।

সূত্রের খবর, এই ধারাবাহিকের জন্য নাকি তাঁকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয়েছে। যার জেরে তিনিই এখন বাংলা টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা। ইতিমধ্যেই দিতিপ্রিয়ার প্রোমো প্রকাশ্যে এসেছে। যদিও সেখানে জিতুকে দেখা যায় নি।

   
 ⁠

ফের ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায়। তার অভিনয় দক্ষতা দিনে দিনে আরো মজবুত হচ্ছে। প্রশংসা করেছেন দর্শকদের। বহুদিন তাঁকে ছোট পর্দায় দেখা যাচ্ছে না।

  
 ⁠

জি বাংলার এই আসন্ন ধারাবাহিকের নাম তোমাকে ভালোবেসে। কবে থেকে শুরু হবে এই মেগা সেটাও এখনও ঘোষণা করা হয়নি। তবে ধারাবাহিকের প্রচারে লেখা হয়, ‘ভালোবাসা সত্যি হলে, মাটিতেও আকাশ নেমে আসে।’

এই ধারাবাহিকে দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয় করার কথা ছিল হর গৌরী পাইস হোটেলের রাহুল মজুমদারের। লুক সেটের পর সরে দাঁড়ালেন তিনি। এই বিষয়টি স্বীকার করেছেন অভিনেতাও। এখন শোনা যাচ্ছে রাহুলের জায়গাতেই দেখা মিলবে জিতুর।

জানা গিয়েছে, জি বাংলার এক নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে প্রোমো। দেখা যাচ্ছে দিতিপ্রিয়া রায় তাঁর বন্ধুদের সঙ্গে গ্রামে সাইকেল চালাচ্ছেন।