জিতু কমল-নবনীতা দাস বাংলা টলিউড জগতের এখনও বহুল চর্চিত জুটি। তাঁদের বিচ্ছেদের খবরে সরগরম সংশ্লিষ্ট মহল। পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। এরমধ্যেই একের পর এক আবেগপূর্ণ পোস্ট করেছেন নবনীতা। এরমধ্যে আবার জিতুকে বিরহপূর্ন কবিতা লিখতে দেখা গিয়েছে। কিন্তু সম্প্রতি জিতুর এক পোস্টে জল্পনা ছড়ালো। তবে কি নতুন করে সম্পর্কে জড়াচ্ছেন অভিনেতা?
২০২৩ সালের মাঝে আচমকাই ফেসবুকে বিচ্ছেদের কথা পোস্ট করেন অভিনেত্রী নবনীতা দাস। এরপর বিগত ৯ মাস একাই থাকতেন দুজনে। বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতের দ্বারস্থ হন দুজনে। অবশেষে ১৭ নভেম্বর আইনত বিচ্ছেদ হয় তাঁদের।
এরপরেই একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট, বিরহ, রাগ অভিমানে পেরিয়েছে এতদিন। যে যার কাজ নিয়েও ব্যস্ত হয়ে পড়েছেন। নতুন সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হলেও সেই নিয়ে পাত্তা দেননি কোনও পক্ষ। এবার নতুন এক পোস্ট করে চমকে দিলেন জিতু। জানালেন কেমন মেয়ে পছন্দ তাঁর।
একটি মিষ্টি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “আমাকে দেখলে এইভাবেই সে লজ্জা পাবে। এমন একজন নারী চাই।” ব্যস নায়কের এই পোস্ট দেখেই শুরু আলোচনা। যদিও পোস্ট করেই আবার মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা।
মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় নবনীতার পোস্ট দেখলে মনে হয় সবকিছু ঠিক থাকলেও কোথাও গিয়ে যেন একটা তাল কাটছে। হয়ত প্রাক্তন স্বামী জিতু কমলকে মিস করছেন নবনীতা। ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা যাচ্ছে তার একাধিক প্রমাণ।
যদিও জিতু আগেই জানিয়েছিলেন, পুরনো জায়গায় আর ফিরে যেতে নারাজ তিনি। তাঁর সাফ কথা, “আর ফিরে টিরে আসার কিছু নেই! সমাজমধ্যম দেখার খুব একটা সময় হয় না। ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ, আমাদের মধ্যে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। এর বেশি নবনীতাকে নিয়ে কোনও মন্তব্য আমি করতে চাই না”।