কারও ব্যবহারে নিজের মানসিক শান্তি বিঘ্নিত কোরো না! জিতুর পোস্টে কীসের ইঙ্গিত?

জিতু-নবনীতার বিচ্ছেদের খবরে এখন সরগরম টেলি পাড়া। যখন জল্পনা চলছে তাদের বিচ্ছেদের কারণ নিয়ে। এরমধ্যেই এই দম্পতির একের পর এক পোস্ট যেন আরও জল্পনা বাড়াচ্ছে। যত দিন এগচ্ছে ততই তাঁদের প্রেম-ভালোবাসা-বিচ্ছেদ নিয়ে চর্চা জোরাল হচ্ছে। তবে এবার এক অন্য ধরনের পোস্ট নজর কাড়ল নেটিজেনদের। জিতু কমলের ফের এক পোস্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
সম্প্রতি এই পোস্ট করেছেন জিতু। সেখানে তিনি লিখেছেন, “কারও ব্যবহারে নিজের মানসিক শান্তি বিঘ্নিত কর না”।অভিনেতার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা। এই পোস্টের মধ্য়ে দিয়ে কি নবনীতাকে বিঁধলেন জিতু? সে ব্যাপারে অবশ্য মুখ খোলেননি জিতু।
এদিকে, কিছুদিন আগে একটি সেলফি দিয়েছিলেন অভিনেত্রী নবনীতা দাস। ছবিটা দেখে মনে হচ্ছে পুরনো। ক্যাপশনে লেখা শুধু একটাই কথা, ‘শান্তি’। ছবিতে দেখা যাচ্ছে, দুধ সাদা পোশাক, চোখে সাদা ফ্রেমের চশমা আর পিছনে পাহাড়ি সৌন্দর্য।এই দেখেই জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে তবে কি জিতুকে ছেড়ে ভালই আছেন নবনীতা? যদিও এই জল্পনার নিরসন হয়নি।
অন্যদিকে, কিছুদিন আগে সাদাকালো পুরনো ছবি দিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, এটি তাঁর ১০ বছরের পুরনো একটি ছবি। কিন্তু, তারকা জুটির ভক্তদের দাবি, নবনীতাকে ছাড়া আজ জিতুর জীবন বেরঙিন!