নারী দিবস নিয়ে যতটা মাতামাতি করা হয় পুরুষ দিবস কিন্তু খেয়ালই থাকে না অনেকের। মঙ্গলবার ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস। সেই দিনই নিজেদের আবেগ ভাবনার কথা সোশ্যাল মিডিয়ায় উজাড় করে দিলেন তারকারা। এর মধ্যে লক্ষ্যনীয় দুটি পোস্ট হলো জিতু কমল এবং রাহুল দেব বোসের। তাদের লেখায় যেন ঠিকড়ে বেরোলো ভেতরের সুপ্ত আবেগ।
জিতু তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “কান্না পেলে সে-ও কাঁদে, ব্যথায় তারও কষ্ট হয়…, সমাজ যতই বুঝুক না ভুল, পুরুষ মানেই নষ্ট নয়”। এর সঙ্গেই ক্যাপশনে অভিনেতার সংযোজন, “ইন্টারন্যাশনাল মেন্স ডে’, প্রতিজ্ঞাবদ্ধ হই মুখে শ্রী চৈতন্য রূপ নিয়ে, মনে মনে ধর্ষণ করাটা বন্ধ করি। তাহলেই প্রকৃত অমানবিকতা বন্ধ হবে”।
অন্যদিকে অভিনেতা রাহুল দেব বোস এক ভিডিও বার্তায় বলছেন, “মর্দ কো দর্দ নেহি হোতা! লড়কে! লড়কে কভি রোতা হ্যায় কেয়া? দুঃখ কীস বাত কা দুঃখ!…”। দুই অভিনেতার পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়েছে। অনুরাগীরা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন এই পোস্ট দুটিকে।
প্রসঙ্গত, জিতু কমলের বেশ কিছু ইঙ্গিত পূর্ণ পোস্ট মাঝে মাঝেই ভাইরাল হয়। নবনীতার সঙ্গে তার বিচ্ছেদের পর আরো বেশি করে ইঙ্গিত পূর্ণ পোস্ট করেন অভিনেতা। তাতে যেমন থাকে জীবনমুখী বার্তা তেমনি থাকে মজার ছলে বলে যাওয়া অনেক কঠিন সত্যি কথা।