‘বউ মানেই চিন্তার’, হঠাৎ এমন কেন মনে হল জিতুর? অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা

জিতু কমল-নবনীতা দাস বাংলা টলিউড জগতের এখন বহুল চর্চিত জুটি। তাঁদের বিচ্ছেদের খবরে এখন সরগরম সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই আদালত পর্যন্ত গড়িয়েছে জল। আর তাদের এরমধ্যেই একের পর এক পোস্ট জল্পনা বাড়াচ্ছে। তাতে নেটিজেনদেরও যেন কৌতুহল বাড়ছে।
এরমধ্যেই জিতু কমল একটি রিল পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ঘুমাচ্ছেন জিতু তখন পেছন থেকে এক মহিলা কন্ঠ তাঁকে প্রশ্ন করছেন, স্ত্রী কথার ইংরাজি অর্থ কী? ঘুমের ঘোরেই জিতু উত্তর দিচ্ছেন, ‘টেনশন’। এরপর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে শুধরে নিয়ে তিনি বলছেন, ‘টেনশন নেওয়ার কি আছে… আমি বলছি তো। ওয়াইফ-এর ইংরাজি হল পত্নী’। যদিও গোটা ভিডিওটাই মজার ছলে করা।
২০১৯-এ ৬ মে বিয়ে হয়েছিল জিতু-নবনীতার। টলিউডে হ্যাপিলি ম্যারেড কাপল হিসেবেই পরিচিত জিতু নবনীতা। কিন্তু হঠাৎ করে ৪ বছর পরেই ছন্দ পতন। তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায়। তবে আসল কারণ নিয়ে মুখ খোলেন নি কোনও পক্ষই। এরমধ্যেই একাধিকবার এই দম্পতির নানান পোস্ট গিয়ে জল্পনা উঠেছে।
কিছুদিন আগেও জল্পনার কেন্দ্রবিন্দুতে এসেছিল একটি সোশ্যাল মিডিয়ার পোস্টই। ইনস্টাগ্রামে এক রিল পোস্ট করে জিতু লিখেছেন, “সব শেষ…হয়ত এর জন্য একটু কষ্ট হচ্ছে, তবে একটা প্রশান্তির অনুভূতিও রয়েছে। আর স্ট্রেস নেই, রাত জেগে থাকা নেই। নিজেকে কাঠগড়ায় তোলার দরকার নেই, কান্না নেই, লড়াইয়ের প্রয়োজন নেই! বোকা বোকা ঝগড়া নেই, আর চিন্তা নেই। বরং এখন অনেকটা জুড়ে শান্তি।… আমি বলতে পারি এমন একজনের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে যে আমার উপযুক্ত ছিল না”।
অভিনেতা আরও লেখেন, “ভুল ভেঙে গিয়েছে, এখন তাদের মধ্যে আমি হেরে যাওয়া ব্যক্তিকে খুঁজে পাই। তুমি যা করেছো সেটা করেছো, আমি চেষ্টা করেছি কিন্তু এই সম্পর্কটা টেকার ছিল না। হয়ত কষ্ট হচ্ছে কিন্তু সে আমার চোখ খুলে দিয়ে গেলে তুমি”। জানা গিয়েছে, তাঁদের ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন। মিউচুয়াল ডিভোর্স চূড়ান্ত হবে সেপ্টেম্বরে।