‘শুভ জন্মদিন বউ’! বিচ্ছেদের জল্পনার মাঝে জন্মদিনে বউকে বিশেষ বার্তা জিতুর! তবে কি কমছে দূরত্ব?

জিতু-নবনীতার বিচ্ছেদের খবরে এখন সরগরম টেলি পাড়া। যখন জল্পনা চলছে তাদের বিচ্ছেদের কারণ নিয়ে। এরমধ্যেই এই দম্পতির একের পর এক পোস্ট যেন আরও জল্পনা বাড়াচ্ছে। যত দিন এগোচ্ছে ততই তাঁদের প্রেম-ভালোবাসা-বিচ্ছেদ নিয়ে চর্চা জোরাল হচ্ছে। এবার জিতু কমলের ফের এক পোস্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি সব ঠিক হওয়ার পথে?
২০১৯-এ ৬ মে বিয়ে হয়েছিল জিতু-নবনীতার। টলিউডে হ্যাপিলি ম্যারেড কাপল হিসেবেই পরিচিত জিতু নবনীতা। কিন্তু হঠাৎ করে ৪ বছর পরেই ছন্দ পতন। তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায়। তবে আসল কারণ নিয়ে মুখ খোলেন নি কোনও পক্ষই। এরমধ্যেই নবনীতাকে জিতুর জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানানোর পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে আলোচনা।
পুরনো জন্মদিনের এক ভিডিও শেয়ার করেছেন জিতু। পুরোনো ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কেটে গোঁফ এঁকে দিচ্ছেন জিতু। ক্যপশনে লেখা, শুভ জন্মদিন বউ.. ” কে পাশে থাকবে, কে আছে, কে ছিল.. তাতে কিচ্ছু যায় আসে না আমার”।সেই পুরোনো ভিডিওই ফের শেয়ার করেছেন অভিনেতা। লিখেছেন, “খুব খুব খুব ভাল থেকো”।
কিছুদিন আগেও পুরনো বইয়ের ছবি শেয়ার করেছিলেন জিতু। সেই ছবিতে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বিয়ের ছবির সঙ্গে আবেগ দিয়ে মনের কথাগুলো লেখেন। শেষ লাইনটাই সকলের নজর কেড়েছিল। অভিনেতা লিখেছিলেন, ‘তোমার বুকের ধুকপুকুনিটা,আমার মুখাগ্নির আগ পর্যন্ত যেন আমার কানে শুনতে পাই’।
বাচ্চা বউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এবার এই পোস্ট ঘিরেই শুরু জল্পনা। সকলের আশা তাহলে কি সব ঠিক হওয়ার পথে? তাহলে কি দূরত্ব মিটে যাওয়ার পথে? যদিও এই বিষয়টি গোপনই রইল।