বউয়ের হাতে আমি মার খাই! সর্ব সমক্ষে একী বলে বসলেন মিঠুন চক্রবর্তী

অনেকের সঙ্গে সম্পর্কের টানা পোড়েন শোনা গেলেও যোগিতা বালির সঙ্গে এখনও সুখে শান্তিতে সংসার করছেন মিঠুন চক্রবর্তী। তাদের দাম্পত্যের বয়স হলো 44 বছর। তবে মজার ছলে ডান্স বাংলা ডান্সে নিজের স্ত্রীকে নিয়ে যা বললেন মিঠুন চক্রবর্তী তার রীতিমত ভাইরাল হয়ে উঠেছে।
সম্প্রতি ডান্স বাংলা ডান্সের মঞ্চে মহাগুরু বলেন, তিনি সুপারস্টার হলেও বাড়িতে বউয়ের কাছে একেবারেই ভেজা বিড়াল। সুপারস্টার হলেও বাড়িতে বউয়ের কাছে প্রায়শই মারধর খেতেই হয়। আর তাতে তিনি বেশ খুশি বলেও জানান।
সম্প্রতি ইনস্টাগ্রাম এ একটি ভিডিও শেয়ার করা হয়েছে ওই চ্যানেলের পেজ থেকে। সেখানে দেখা যাচ্ছে সঞ্চালক অঙ্কুশ ছোট ছোট প্রতিযোগীদের বলছেন, “ওই যে ওই ব্যক্তিকে দেখছিস, উনি বউয়ের হাতে সারাদিন মার খান”। এর জবাবে পাল্টা মিঠুন চক্রবর্তী বলেন, “আমি গর্বিত আমি মার খাই। কারণ এটা যখন টেলিকাস্ট হবে, আমি যদি বলি আমি মার খাই না, তারপর যে ধোলাইটা হবে সেটা তুই খাবি?”
মহাগুরু আরও বলেন, “শোন শোন, আমি না একদম ফালতু কথা বলি না। আমি আগেও বলেছি, আমার বউয়ের হাতে আমি মার খাই, ও আমায় পেটায় আমি তাতে গর্বিত। আমার তাতে কোনও অসুবিধাই নেই। এই যদি এখন বলি, কে বউ? তখনই আমায় আবার ঘাড় ধরে বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে দেবে।”
১৯৭৮ সালে কিশোর কুমারের সঙ্গে ডিভোর্সের পরের বছর মিঠুনকে বিয়ে করেন যোগিতা বালি। এই জুটির চার সন্তান, তিন পুত্র- মহাক্ষয় চক্রবর্তী, উষ্মে চক্রবর্তী এবং নামাশী চক্রবর্তী এবং দত্তক কন্যা দিশানি।মিঠুন চক্রবর্তী যখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন, তখন তাঁকে একপ্রকার গড়ে তুলেছিলেন যোগিতা বালি। বলিউডে মিঠুনের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ছিলেন যোগিতা। তাই সুখে দুঃখে ভরসায় আজও তাদের সম্পর্ক অটুট রয়ে গেছে।