সিরিয়াল

রান্নাঘরে দারুন নাচ, মাকে নিয়ে আর পারা যাচ্ছে না! অপরাজিতাকে নিয়ে হঠাৎ কেন বিরক্ত হলেন পর্দার ছেলে?

যেমন বলা তেমন কাজ। নাচের কথা মনে আসতেই রান্না ঘরে গিয়ে নাচ শুরু করলেন অপরাজিতা। আবার মম চিত্তে নাচ করতে করতেই তিনি বলে উঠলেন, “আমি যতদিন বাঁচব, জমিয়ে বাঁচব”। আর তারপরই অভিনেত্রীর পর্দার ছেলেকে বলতে শোনা গেল, মা-কে নিয়ে আর পারা যায় না! তবে পুরোটাই রিল লাইফে।

স্টার জলসায় আসছে ‘জল থই থই’ বলে একটি ধারাবাহিক। সেখানেই তাঁকে দেখা যাবে কোজাগরী বসুর চরিত্রে। শ্যুটিং-এর কিছু মুহূর্তই তুলে ধরা হয়েছে ধারাবাহিকের প্রমোয়। যেখানে অভিনেতা-অভিনেত্রীদের মেকআপ করা থেকে শর্ট দেওয়া সবই উঠে এসেছে।

সিরিয়াল হোক বা সিনেমা কিংবা কোনও নন ফিকশন শো সবেতেই দারুন জনপ্রিয় অপরাজিতা আঢ্য। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অভিনয় দক্ষতার গুণে সহজেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি দারুন উপভোগ করেন দর্শকমহল। তাই কোন ধারাবাহিক থেকে তিনি চলে গেলে তা স্বাভাবিকভাবেই তার অনুরাগীদের কাছে মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়। তিনি কবে আবার ছোট পর্দায় ফিরবেন তাই নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। তবে এবার ভক্তদের জন্য সুখবর। ফের ছোট পর্দায় দেখা যাবে তাকে।

জানা গিয়েছে এবার স্টার জলসার পর্দায় দেখা মিলবে অভিনেত্রীর। নতুন সিরিয়াল আসছে ‘জল থই থই ভালোবাসা’। সেখানেই দেখা যাবে তাকে। এই মেগায় তাঁর চরিত্রের নাম কোজাগরী বসু। মা-মেয়ের সম্পর্কের গল্প বলবে এই মেগা। অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে।

২৫শে রাত ৯টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। তবে এই ধারাবাহিকের সময় ঘোষণাও হল একদম অভিনব কায়দায়। প্রোমো তে দেখা যাচ্ছে, রান্নাঘরে নেচে নেচে গুনগুন করে গান গাইছেন কোজাগরী বসু ওরফে অপরাজিতা। আর তাঁর মেয়ে সেই গোটা বিষয়টি লাইভ করছে। মাও মেয়ের এই কাণ্ডকে দারুন এনজয় করছে আর সেখানেই জানাচ্ছে ধারাবাহিক শুরুর কথা।

Back to top button