সিরিয়াল

বয়সের তোয়াক্কা না করেই সাঁতার শিখতে গেলেন অপরাজিতা? তারপর যা হল….

বয়সের তোয়াক্কা না করেই পাল্লা দিয়ে ছোটদের সঙ্গে সাঁতার শিখতে গিয়েছেন কোজাগরি বসু। আর তাতেই ঘটল বিপত্তি। সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার ফলে ভাঙে পা। তাতেই বরের টিপন্নি ‘বুড়ো খুকি’! তা শুনেই আবার ভাঙা পায়েই উঠে দাঁড়ায় কোজাগরী। এবার এই প্রমোই প্রকাশ্য আনলো কোজাগরী ধারাবাহিকের চ্যানেল কর্তৃপক্ষ।

এবার স্টার জলসার পর্দায় দেখা মিলবেই অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। নতুন সিরিয়াল আসছে ‘জল থই থই ভালোবাসা’। সেখানেই দেখা যাবে তাকে। এই মেগায় তাঁর চরিত্রের নাম কোজাগরী বসু। মা-মেয়ের সম্পর্কের গল্প বলবে এই মেগা। অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে।

২৫শে রাত ৯টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। তবে এই ধারাবাহিকের সময় ঘোষণাও হল একদম অভিনব কায়দায়। প্রোমো তে দেখা যাচ্ছে, রান্নাঘরে নেচে নেচে গুনগুন করে গান গাইছেন কোজাগরী বসু ওরফে অপরাজিতা। আর তাঁর মেয়ে সেই গোটা বিষয়টি লাইভ করছে। মাও মেয়ের এই কাণ্ডকে দারুন এনজয় করছে আর সেখানেই জানাচ্ছে ধারাবাহিক শুরুর কথা।

সিরিয়াল হোক বা সিনেমা কিংবা কোনও নন ফিকশন শো সবেতেই দারুন জনপ্রিয় অপরাজিতা আঢ্য। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অভিনয় দক্ষতার গুণে সহজেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি দারুন উপভোগ করেন দর্শকমহল। তাই কোন ধারাবাহিক থেকে তিনি চলে গেলে তা স্বাভাবিকভাবেই তার অনুরাগীদের কাছে মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়। তিনি কবে আবার ছোট পর্দায় ফিরবেন তাই নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। তবে এবার ভক্তদের জন্য সুখবর। ফের ছোট পর্দায় দেখা যাবে তাকে।

একবার ছোট পর্দায় ফেরার বিষয়ে নিজের পারিশ্রমিক নিয়ে একবার মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এবার তাঁকে নতুন এক ধারাবাহিকে দেখা যাবে। এর পরেই জল্পনা উঠেছে তাহলে কি বিশাল টাকা নিচ্ছেন তিনি পারিশ্রমিক হিসেবে। ঠিক কত পরিমাণ অর্থ নিচ্ছেন তিনি নতুন সিরিয়ালের জন্য? এবার এইসব নিয়েই প্রতিক্রিয়া দিলেন অপরাজিতা আঢ্য।

তিনি বলেন, “আমাকে প্রশ্ন করা হয়েছিল ধারাবাহিকে কেন ফিরছ না? আমার জবাব ছিল আমাকে নিতে গেলে তো গল্প নিয়ে ভাবতে হবে। চরিত্র নিয়ে ভাবতে হবে। আর্থিক বিষয়টাও আছে। তবে আমি তো বলিনি আমাকে নিতে গেলে অনেক টাকা দিতে হবে”।

Back to top button