বিনোদন

আমার প্রথম অভিনয়! সাদাকালো ছবি দিয়ে আবেগপ্রবণ অভিনেতা, দেখুন তো চিনতে পারেন কিনা

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে যাকনা কেন বারবার ফিরে যেতে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার সাদাকালো ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। ছবি দেখে কিন্তু তাঁকে চেনার উপায় নেই একটুকুও।

অভিনেতার পোস্ট করা ওই ছবি ‘সমুদ্রগুপ্ত’ নাটকের। সেখানে দেখা যাচ্ছে মাথায় পাগড়ী বাঁধা রয়েছে তার।পরনে পাঞ্জাবি। কোমরে বাধা ওড়না। ছবিটি নাটকের একটি দৃশ্যের। সাদাকালো সেই ছবি। কিন্তু এই অভিনেতা কে? তা কি চেনা যাচ্ছে? ইনি হলেন জয়জিত ব্যানার্জী।

এই সাদাকালো ছবি পোস্ট করে জয়জিৎ লেখেন, “আমার প্রথম অভিনয়। বয়স কত, কেউ কি বলতে পারবে?”সপ্তাহের শেষে সেই পুরনো দিনে ফিরে গেলেন অভিনেতা। নস্টালজিক হয়ে পড়েছেন এই ছবি পোস্ট করে। তাঁর এই ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুন সক্রিয় জয়জিৎ। সব সময়ই নিজেদের ব্যক্তিগত জীবন হোক কিংবা কর্মজীবন সব কিছুরই আপডেট দিতে থাকেন। কিছুদিন আগে ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন সেই ছবিও দিয়েছিলেন। এমনকি নিজের জন্মদিনের ছবিও সম্প্রতি পোস্ট করেছেন অভিনেতা।

Back to top button