জীবন্ত হয়ে উঠবেন কেকে! আবার সিনেমায় শোনা যাবে তাঁর কন্ঠ

Published on:

হারিয়ে ফেলার দুই বছর! মৃত্যুবার্ষিকীতে অশ্রুজলে স্মরণ প্রিয় গায়ককে

শহর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। ঠিক দুই বছর আগে এক অভিশপ্ত দিনে সবাইকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন কেকে। গুরুদাস কলেজের অনুষ্ঠান করতে এসে অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবার তার মৃত্যুর পর আরও একবার শোনা যাবে গায়কের কন্ঠ।

জানা গিয়েছে, অনিল কাপুর , দিব্যা খোসলা এবং হর্ষবর্ধন রানে অভিনীত সাভি- ছবিটি মুক্তি পাচ্ছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই ট্রেলর লঞ্চ হয়েছে। এই ছবিতেই শোনা যাবে কে কে- র কন্ঠ। তাঁর শেষ রেকর্ড করা গান শোনা যাবে। প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, ছবিতে প্রয়াত গায়ক কেকে-র রেকর্ড করা শেষ গানটি যোগ করা হবে।

   
 ⁠

২৬ বছরের কেরিয়ারে কে কে তামিল, তেলেগু, মালায়লাম-সহ আরও বেশ কিছু ভাষায় গান গেয়েছেন। গান গেয়েছেন মরাঠি ভাষাতেও। তড়াপ তড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘আঁখো মে তেরি’-র মতো বহু হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

  
 ⁠

জানা যায়, এই গানটি রেকর্ড করার সপ্তাহ খানেক পরেই মারা যান কে কে। ২০২২- এর ৩১ মে, গুরুদাস কলেজের অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে। সেখানেই গান গাইতে আসেন কৃষ্ণ কুমার কুন্নাথ ওরফে কেকে। কিন্তু দর্শকদের চাপে প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় বুকে ব্যাথা। অবশেষে চরম পরিণতি। এরপরেই কলেজের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে। দুঃখের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় অনুগামীরা।