রবীন্দ্রনাথের রহমতের ভূমিকায় মিঠুন! কতটা জমবে নয়া কাবুলিওয়ালা?

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে লেখা কাবুলিওয়ালা সিনেমার কথা আমাদের সকলের মনে হয়েছে। সেখানে রহমতের ভূমিকায় ছবি বিশ্বাসের অভিনয় এবং মিনির সঙ্গে তার বন্ধুত্ব আজও ভুলতে পারেনা বাঙালি। এবার নয়া মোড়কে আবার আসছে কাবুলিওয়ালা। প্রকাশ পেয়েছে এই সিনেমার ফার্স্ট লুক। কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।
সুমন ঘোষ পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ফার্স্ট লুক। সেখানে কাবুলিওয়ালা অর্থাৎ রহমতের ভূমিকায় দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। জানা গিয়েছে, ছবিতে মিনির মা-বাবার চরিত্রে অভিনয় করছেন সোহিনী ও আবীর।মিনি রূপে আসবে এক নবাগতা শিশুশিল্পী।
১৯৫৭ সালে তপন সিনহার ঐতিহাসিক ছবি ‘কাবুলিওয়ালা’র নামভূমিকায় ছবি বিশ্বাসকে দেখা গিয়েছিল। তাই কাবুলিওয়ালা বললেই আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে সেই ছবি বিশ্বাসের মুখ। তবে মূল গল্পে বিশেষ বদল আনা হবে না।
জানা গিয়েছে, চিত্রনাট্যের খাতিরে সামান্য কিছু বদল আনা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘কাবুলিওয়ালা’-র মূল কাহিনি অবলম্বনে তৈরি করতে চলেছেন এই ছবি।১৯৬৫ সালের প্রেক্ষাপটে তৈরি হবে।সব কিছু ঠিক থাকলে বড়দিনেই বড় পর্দায় ধরা দেবেন কাবুলিওয়ালা।