‘কহো না পেয়ার হে’ সিনেমা সে সময় ঝড় তুলেছিল দর্শকদের মনে। পর্দায় হৃত্বিক রোশন এবং আমিশা প্যাটেলের প্রেম দেখে মুগ্ধ হয়েছিল দর্শক মহল। এই ছবি জানুয়ারিতে ঋত্বিকের জন্মদিনে আরো একবার মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। কিন্তু এই ছবির কি দ্বিতীয় পার্ট আসবে? এবার এই নিয়ে মুখ খুললেন ছবির নায়িকা আমিশা প্যাটেল।
২৫ বছর আগে বক্স অফিস কাঁপিয়েছিল এই ছবি। পাশাপাশি ছবির গানগুলিও আলাদাভাবে দর্শকের মন জয় করে নিয়েছিল। এই ছবি পুনরায় মুক্তি পাওয়ার পরেই দর্শকদের মধ্যে আবার সেই উন্মাদনা লক্ষ্য করা যায়।
রাকেশ রোশন পরিচালিত মিউজিক্যাল রোমান্টিক থ্রিলারটি ২০০০ সালের ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল। সেই সময় বক্স অফিসে ব্যাপক ভাবে সফল হয়েছিল ছবিটি। অভিনেতার কাকা রাজেশ রোশনের সঙ্গীত পরিচালনায় প্রতিটি গান মন ছুঁয়েছিল ভক্তদের। ছবিটি বিশ্বব্যাপী ৮০০ মিলিয়নের বেশি আয় করেছিল বলে দাবি করা হয়।
আমিশা বলেন, “রাকেশ আঙ্কলের কাছে এই প্রশ্নটা করুন। হৃতিকের কাছে জানতে চান। সম্ভাব্য সিক্যুয়েল তো হওয়াই উচিত। আসলে দর্শকরাও সেটাই চাইছেন”।
অভিনেত্রী জানান, “সাধারণ ছেলে-মেয়ে থেকে আমরা রাতারাতি তারকা হয়ে উঠেছিলাম। রোহিত আর সোনিয়াও যেন জাতীয় ক্রাশ হয়ে গিয়েছিল। এটা একটা সাধারণ ছবি ছিল না। মানুষ এই চরিত্র দুটিকে গ্রহণ করেছিলেন। আমি তো বহু দিন ধরে এর মধ্যেই ডুবে ছিলাম। আমি জানি না, কীভাবে এটা হল। বিষয়টা বেশ অলৌকিক ছিল”।
জানা যায় প্রথমে কহো না পেয়ার হ্যায় সিনেমাতে হৃত্বিক রোশনের বিপরীতে করিনা কাপুরকে নেওয়ার কথা ঠিক হয়েছিল। যাবতীয় কথাবার্তা ও হয়ে গিয়েছিল। সমস্ত কিছু ঠিকই ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে আসেন নায়িকা। প্রস্তাব নাকচ করে দেন তিনি। এই বিষয়ে অবশ্য এক সাক্ষাৎকারে তার বিস্তারিত কারণ জানিয়েছেন অভিনেত্রী।