৩১ বছর পর পণ ভেঙে পর্দায় প্রথম চুমু! আজ ৫০ বছরের জন্মদিন এই অভিনেত্রীর

Avatar

Published on:

৩১ বছর পর পণ ভেঙে পর্দায় প্রথম চুমু! আজ ৫০ বছরের জন্মদিন এই অভিনেত্রীর

আজ তাঁর ৫০ তম জন্মদিন ছোট থেকেই দাপুটে অভিনেত্রী। কিন্তু বিয়ের পর তেমনভাবে আর পর্দায় দেখা মেলেনি তাঁর। দুই সন্তান স্বামীকে নিয়ে চুটিয়ে সংসার করছিলেন। কিন্তু তারপর যখন আবার পর্দায় ফিরেছেন তখন ফের দেখিয়ে দিয়েছেন নিজের দাপট।

কথা হচ্ছে কাজলকে নিয়ে। খুব ছোট বয়সেই বলিউডে অপার সাফল্য এসেছে। ১৯৯২ সালে বেখুদি দিয়ে কাজল কেরিয়ারের শুরু। শাহরুখের সঙ্গে তাঁর জুটি অনুরাগীদের মনে আজও ঝড় তোলে। এরপর ২০১৫ সালে দিলওয়ালে দিয়ে কাজে ফেরেন কাজল, তাও আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেধে। এরপর হেলিকপ্টার এলা, তনহাজি, সলম ভেঙ্কি-র মতো সিনেমা দিয়ে নিজেকে অভিনেত্রী হিসেবে আরও একবার প্রমাণ করেছেন।

   
 ⁠

১৯৯৯ সালে অজয় দেবগনের সঙ্গে বিয়ে হয় কাজলের। ধীরে ধীরে দুই সন্তানের জননী হন। ২৫ বছর হয়ে গেল কাজল এবং অজয় দেবগনের সংসার জীবনের বয়স। একসঙ্গে কাজ করতে গিয়েই আলাপ হয় অজয়-কাজলের।

  
 ⁠

‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজে যিশু সেনগুপ্তের সঙ্গে দুটি ভিন্ন ক্লিপিংয়ে তাঁকে অনস্ক্রিন চুম্বনের দৃশ্যে দেখা যায়। প্রায় ৩১ বছর নো কিস পলিসি মেনে চলার পর, ভক্তদের খানিক চমকে দিয়েছিলেন।